বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রেমিক গুরু.djvu/২৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন্মুক্তি ኟዓ¢ করিও না । স্থলে বিভিন্নতা নিশ্চিত হইলেও মূল্য এক ; ইহাই সৰ্ব্ব-ধৰ্ম্মসমন্বয়। ইহাই শঙ্কর ও গৌরাঙ্গের পূর্ণ মিলনাদর্শ। ভগবান রামকৃষ্ণদেবের আদর্শ বৰ্ত্তমান ধৰ্ম্ম-বিপ্লবকালে নিতান্ত প্রয়োজন,—এই সত্য সকলের প্রাণে প্রাণে অঙ্কিত না হইলে আমাদের আর মঙ্গল নাই। শঙ্কর ও গৌরাঙ্গের মিলনেই পূর্ণ সত্য—প্রকৃত ধৰ্ম্ম । সুতরাং সাধকমাত্রেই সযত্নে হৃদয়মন্দিরে শঙ্কর ও গৌরাঙ্গকে একাসনে স্থাপন কর । আমরা কাহারও হৃদয়ে একাসনে শঙ্কর ও গৌরাঙ্গকে দেখিলেই, বিনা পরিচয়ে তাহাকে রামকৃষ্ণভক্ত বলিয়া বুঝিতে পারিব। গৌরাঙ্গের মধ্যে শঙ্করকে এবং রামকৃষ্ণের মধ্যে গৌরাঙ্গ ও শঙ্করকে একাসনে না দেখিতে পাইলে, তাহাদিগকে অবতার বলিতে জগৎ কুষ্ঠিত হইত। আমরা কবে দেখিব—এমন দিন কবে হইবে যে, প্রত্যেক সাধকের হৃদয়ে ওতপ্রোতভাবে শঙ্কর ও গৌরাঙ্গ বিরাজ করিতেছেন। শঙ্কর ও গৌরাঙ্গ অর্থাৎ—জ্ঞানভক্তির মিলন হইলেই ধৰ্ম্ম-জগতের যাবতীয় হিংসাৰেষ—দ্বন্দ্বকোলাহল দূরীভূত হইয়া শাস্তির—প্রেমের অমিয়ধারা প্রবাহিত হইবে । তাহীদের অঙ্কে সাধারণ লোকও নিৰ্ব্বিবাদে স্থান লাভ করিয়া কৃতাৰ্থ হইবে। ভগবান শঙ্করাচাৰ্য্য ও গৌরাঙ্গদেবের মিলন হইলে, জগতের যাবতীয় ভেদভাব দূরীকৃত হইয়া প্রেমের রাজ্য সংস্থাপিত হইবে । ,