পাতা:প্রেম-ভিখারিণী.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

A ebo প্রেম-ভিখারিণী । পারায়, শ্মশানের বাহ্মণ কিম্ব চাওলিদিগের দ্বারা অপহৃত হইয়া থাকিবে। তজষ্ঠ সন্ন্যাসীকে বড়ই সন্থ করিতে হইতেছে । মরেন্দ্র মনে মনে নানা তর্ক বিতর্ক করিয়া পরিশেষে যtঙ্গ ভাবিকোন তাহ সম্পন্ন কবিবার নিমিত্ত অগ্র পশ্চাৎ চিস্ত কবিতে লাগিলেন। যদি সবোজিনীকে ভুলিতে পারিতেন তাহা ইষ্টলে নরেন্দ্র শত শত বিপন্ন ব্যক্তির দুৰ্দ্দশাব প্রতি উদাসীন ইয়া, কখনও বিধু এবং করির অনুরোধ রক্ষা কবিতে পারিতেন না। যাগ হউক্ষ নরেন্দ্ৰ ভাবিলেন ধঞ্জীবাড়ীতে উপস্থিত হইতে পারিলে, তারপর নিশ্চয়ই একবার শ্মশান মন্দিরে গিয়া, সরোজিনীর সহিত সাক্ষাৎ করিতে পারিব। পূৰ্ব্বে বলা ইয়াছে, যক্ষ্মীবাড়ী হইতে শ্মশানমশিরেব ব্যবধান অধিক নহে ; এজন্য তিনি বিধু এবং চরির অনুরোধ বক্ষণ করিতে সক্ষম হইলেন । ৰধু, হরি এবং নবেঞ্জ তিনজনে বঙ্গীবাড়ীর উপর উপস্থিত হইলেন এবং প্রাণপণে সন্ন্যাসীর সেবা গুপ্রায় নিযুক্ত হইলেন পূৰ্ব্ব পরিচিত ব্ৰহ্মচারী রোগাক্রাপ্ত হইযাছেন। ব্ৰহ্মচারী মহাশয়ের অবস্থা দেখিয়া হরি মনে করিয়াছিল শ্মশানের লোকের স্বার্থপরায়ণ হরি মনে করিয়াছিল লোকটিকে উলঙ্গ করিয়া, র্তাহার সর্বস্ব কড়িয়া লইয়া ভূমিব এক পার্থে ফেলিয়া রাখিযাছে । ইহাতেই হরির মন বিচলিত হইয়াছিল। হরি জানিত না ফকিরেৰ মা বাপ নাই, ঘর বাড়ী নাই, বিষয় সম্পত্তি নাই। দুৰ্ব্বাদলাচ্ছাদিত ময়দান র্তাহার শয্যা, অনন্ত নীলাকাশ তাছার গৃহের ছাদ, জগতের মানবগণ র্তাহার ভাই ভগ্নী, নিখিল বিশ্বব্রহ্মাণ্ডব্যাপী মক্কায় র্তাহার ঐশ্বৰ্য্য। যাহাহউক নরেন্দ্ৰ আসিয়া দেখিলেন একটি ব্রহ্মচারী রোগগ্রস্ত হইয়াছেন মাত্র নবেন্দ্র, হরির ষ্ঠায় বিচলিত ইলেন মা। পরন্তু কৰ্ত্তব্যের অম্বুরোধে একবার মনে করিতে বাধ্য হইতে হইল ৰে