পাতা:প্রেম-ভিখারিণী.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬ 62ध-छिर्थब्रिगै ! এই বলিয় রামনাথ আরম্ভ কবিলেন।-- রামনাথ মতিবাবুর বন্ধু “বৎসরাতীত হইল, আমি একদিন আপ মাদের বাটী ধাইতেছি—সন্মুখে এক আশ্চৰ্য্য দৃপ্ত দেখিলাম। অক্ষণ বাবু—এ দেশের একজন ধনী মানী ব্যক্তি—জানেন বোধ হয় । সাল্লালদেব বাটীব যাবেৰ উপব হত্যা দিয়া পড়িয়া আছেন। এক ঐকবাব চিৎকার কবিয উঠিতেছেন,–এবার কুড়ি টাকা না দিলে বাবওয়ারি কুলান হইবে না । স্কুলের বালকেবী৪ তাহার সহিত চিংকার করিতেছে। ফিবিয়া আসিবাব সমযেও তাঁহাকে সেট ভাবে দেখিযাছিলাম। শেষ কথা এই পৰ্য্যস্ত শুনিয়াছি কালীকুমার সান্নাল মহাশয় সেই মাস কষ্টতে স্কুলেৰ চাদ কমাষ্টয়াছিলেন। নবেন্দ্রর পিতার নাম কালিকুমাব সাল্লাল। অক্ষয় বাৰু স্বয় স্কুলের সেক্রেটারি ছিলেন। ক্রমে সাহায্যকারীদিগের মনে মতান্তর জন্মাষ্টল । সুতরাং স্কুল উঠিযা গেল।” সেই জন্ত বলিতেছি এদেশে কখনও স্কুল চলিতে পারে না । মতি। দেবেঞ্জ বাৰু স্বযং স্কুল চালাইবেন-সমস্ত স্থিরীকৃত इहेबांग्रह । চতুর্থ পরিচ্ছেদ। এই ত দেশের অবস্থ । ছাত্রমগুলির ছৰ্দশার অবধি নাই । যুবকদিগের যথেচ্ছাচারে দেশ একেবারে উৎসন্ন যাইতেছে। এ দিকে দেশে দেশে দুর্ভিক্ষের অনল জ্বলিয়া উঠিয়াছে। স্বাদগুন্ত গ্রামে এক তন্ত্র-পরিবারের অন্ধকই উপস্থিত। প্রায় প্রতিদিন প্রাতঃকালে গৃহে চাল নাই, দাল নাই, লবণ নাই—কিছুই নাই। এজষ্ঠ একটা বকাকি হইত। গৃহিণী সদাই বিরক্ত। “কেমন করিয়া সংসার চালাষ্টব ? মেয়েট না খেতে পেয়ে ম’রে যায়। সংসার সে দেখে না, মিন্স কোথায় গিয়ে বেরিয়ে আছে তার ঠিক নাই।”