পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆ8 প্রেম-ভিখারিণী । কাছার ঠিক নাই—একবার রন্ধনশালার তদারক করেন, একবার বা ৰচির্রাটর আসন্ধের বশোবন্ত করেন। মধ্যে মধ্যে যে গৃহে সরোজিনী আবদ্ধ আছেন, সেই গৃহ তদারক করেন। কখন স্ত্রীর সহিত সদে শের বন্দোবস্ত করিতেছেন, অকারণে স্ত্রীকে উপদেশ দিতেছেন,— “একটু হাত নরম কর”—এই বলিয়া হাত নাড়িতেছেন। রাত্রিতে "बबशदौझिब निक् स्तन अथशनिङ इक्वेड मा श्। এক সারি লোক থাইতেছে ব্রাহ্মণ সেই দিকে চলিলেন। পরিপোষকদিগকে উৎসাহিত করিতেছেন-দেদার দাও-দেদার দাও, দধি যেন এক ফোটাও পড়ে না। কপন দুইটি অঙ্গুলি উৰ্দ্ধে তুলিয়া বলিতেছেন— “সন্দেশ দেদার দাও-সন্দেশ দেদার দাও” । ,ভোজকের অপরিমিত আহারে বহুকষ্টে আসন হইতে উঠিয়া পরিত্রাণ পাইতেছে। কস্তাকর্তা এইরূপ ব্যস্ত হইয়া সমস্ত তদারক করিতেছেন সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে—বরপক্ষীয়দিগের গোলমালে চতুদিকে । বরকর্তা, বরযাত্ৰীদিগের বন্দোবস্ত করিতেছেন। হরিকে চন্দন দিয়া সাজান হইতেছে। দেশীয় পদ্ধতি অনুযায়ী সকল অনুষ্ঠান যথা নিয়মে বিহিত হইতেছে। গলায় দুই ফুলের গড়ে হার, কপালে চন্দনের চিত্র, পরিধানে লাল চেলি। সব, ব্যাসম, সাবান প্রভৃতি স্বগমুক্ত দ্রব্য গাত্র পরিষ্কার করিবার নিমিত্ত মর্দন করা হইতেছে। বরযাত্রীরাও উপযুক্ত পরিচ্ছদে সুসজ্জিত হইতেছে। কাহারও কপিড়ের সহিত চাদর মিলিতেছে না, চারের সহিত জানা মিলিতেছে না ; এজন্ম। তখান্ন, গোলমাল পড়িয়াছে ৷ এক জনের ,পরিচ্ছদ মিলিয়ছে মা, বাহার আছে তাহার সহিত বালা এইঠেছে। একজন বলিল, ঘোষের বাটির হরার একটা প্লেটগুয়াল জামা স্বাছ-ঘাঁহার জামা নাই সে ঘোষের বাটীর দিকে ছুটিল । ছোট