পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভিখারিণী । باره ۱ শম্ভুনাথ ঘাইতেছেন-বিধু কহিল, “ভট্টাচাৰ্য”—বুঝেচি শীঘ্ৰ ! শম্ভুনাথ ভাবিলেন, "মালে বাধাৰ কথা” বুধিয়াছে। “ন ভাই”—শীঘ্ৰ যাইতেছি এই বলিরা দৌড়াইতে আরম্ভ করিলেন। তাড়াতাডি করাতে কাছ সামলাইতে পাবিলেন না। দীর্ঘ নিশ্বাস ছড়িয়া রাম রাম একি হইল। সেই অবস্থায় গিয়া তাল বন্ধ করিয়া পুষ্কণী হইতে স্নান করিয়া ছাপাইতে হাপাইতে গৃহিণীর সন্নিধানে উপস্থিত । . ব্রাহ্মণী সকল ভাব গোপন করিয়া স্বামীর সন্মুখে দাড়াইলেন। শম্ভুনাথ কতকগুলি অ্যথা ভৎসনা করিয়া কহিলেন শীঘ্র সরীকে সাজাইয়া আন । প্রাহ্মণী দুয়াব খুলিয়া একখানি লাল কাপড় পরাইয়া, সরোজিনীকে সাজাইযা বাছির করিলেন। চতুব ব্রাহ্মণ ইতিমধ্যে একটি কৌশল স্থির করিয়া রাখিয়াছিলেন, বিবাহের সময়ে শুভ দৃষ্টিব সময়ে ঠিক তাঁহাই কার্য্যে পৰিণত কবিয়াছিলেন। শুভদৃষ্টির সময়ে, পাছে বর ববযাত্রী প্রভৃতি সরোজিনীৰ চক্ষে অশ্ব দেখিতে পান, সেই জষ্ঠ ঠিক সেই সময়ে তিনি প্রদীপটা নিবাইযা দিয়াছিলেন। বরযাত্রীদিগের ভিতরদেখি দেখি, বলিযা কোলাহল পড়িয়া গেল। চতুৰ ব্ৰাহ্মণের কণ্ঠধ্বনিতে মেদিনী কঁাপিতে লাগিল,—কিন্তু আলো পঞ্জছিল না। কেহু দেখা পায় নাই বা বুঝিতে পারে নাই,—সবোজিনী চক্ষু মুতি কবিয়া, বিবাহ মজুর করেন নাই। পুনি উচ্ছা নককে বাটতে লইয়া গিয়া আমার আল্লা করিড়ে লাগিলেন। .....................əş....................................