পাতা:প্রেম-রহস্য.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নদেরচাদ, ভুড় ভূড়িচাঁদ, বোক্টাদ। - o * sa ভাই মনে করেছিলাম যে, বোকচাঁদ বুঝি এক রকমই আছে, আমার মাখ। ঘুরে গিয়াছিল। নদেরচদি। আমার মাথাও বেঁ-র্বে করিয়া ঘুরিতেছে। তোমার বিদ্যা দেখে হিংসা হয়। .যদি আমিওঁ তোমার সঙ্গে যেতুম, তা হলে আজ কি আনন্দ হতো, তুমি যা সব এখন বলিলে, সব বুঝিতে পরিতাম। ভুড় ভূড়ির্চাদ । তুমি বেশ অাছ, ঘরে বসে পাড়ের উপর পা দিয়ে স্থখ করে ভাতু খাচ্ছ, এর চেয়ে স্থখ কি আর বেশী আছে ? অামাদের মত কষ্ট সহ করিতে পারিবে কেন ? মরে যাবে, আমরা এত কষ্ট সহ করে বিদ্বান ছুয়ে এসেও, তোমার মৰ্ত্ত বসে পায়ের উপর পা দিয়ে আহার যোগাতে পারি না। বসে আহার করা মহাপুণ্যের কার্য্য। ভাগ্যলক্ষীর কৃপা না হইলে, বিনা পরিশ্রমে আহার হয় না। তোমার উপর ভাগ্যলক্ষীর কৃপা আছে, তাই তুমি সকলকার চেয়ে ঘড়। তোমার লেখাপড়া শিখে কি ছুবে ? যা বীপ দাদ রেখে গেছেন তোমার পক্ষে যথেষ্ট ; তাতে আৰার ছেলে নাই। আচ্ছাঁ নদেরচাদ । কেন তুমি ছেলে হবার জন্য বাটতে পুরাণপাঠ করাও না ? নদ্ধেরচাদ । আমি সব করেছি, কিছুই হয় না। ভুড় ভূড়ির্চাদ । বোধ হয়, তুমি এক মনে কাৰ্য্য কর নাই। অর যারা ব্ৰতী ছিল, তারাও উপযুক্ত নয়। আয়ার ইচ্ছা .