পাতা:প্রেম-রহস্য.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

%&や প্রেম-রহস্য. র্বিংশতি তত্ত্ব একের পর এক হইয়াছে। কিন্তু চতুৰ্দশতৰতেই সমস্ত চলে, আর দশট অপৱ দশটার প্রকাশ ব্যতীত আর কিছুই নয়। বোকচ দ। তুমি যা ব্লল লে সব ঠিক, কিন্তু ধরতে ছুতে নাই। আই-মার গল্পের মত শুনতে ভাল, কার্ষ্যে কিছুই নাই। কোনটার পর কোনটা ইহা কিছুই নিলকরণ করিবার নাই। খালি মহাজনের কথা ব্যতীত আর কিছুই নাই। যদি কেহ বিপরীত বলে, তাহাও ঠিক করিবার উপায় নাই। যখন দুই জনের অবস্থাই সমান, কারণ কেহই দেখাইতে পারিবে না। যাহার পুট কি বেশী থাকিবে সেই জয়লাভ করিবে । স্বষ্টির সময় কেহই ছিল না যে, স্বপ্তির কথা বলিবে, এবং তিনি কাহারও সহিত পরামর্শ করিয়া কাৰ্য্য করেন নাই যে, অপরে জানিবে। মহাজনের দূরদর্শী ছিলেন, বর্তমান দেখিয়া ভূত ভবিষ্যৎ ঠিক করতেন। আজ কলকার গাজখোরের ফলিত জ্যোতিষ নয়। যাহা বর্তমানে হয়, তাহ অতীতে হইয়াছিল ও ভবিষ্যতে হইবে ; কারণ নূতন কিছুই নাহ। যাহা আছে, তাহাই আছে, যাহা নাই, তাহা কোনকালেই নাই। স্থল থেকে মহাজনের মাথা ঘামাইয়া বাক্যের কেল্লা তৈয়ার করে সূক্ষে গেছে, আর কিছুই নয়। কিন্তু কেল্লা এমন তৈয়ার করেছে যে, বাহিরের শক্র কেল্লা ভেঙ্গে ভিতরে যাবে তার পথটা নাই। ইচ্ছা কর, নূতন বাক্যের কেল্লা তৈয়ার