পাতা:প্রেম-রহস্য.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নজেরচাদ, ভূড়জুড়িচা, বোকৃর্চাদ । 18; A o ਬਾਂ বলিতে লাগিল,—যমরাজ এ লোকটা বড় বদমাইস, বোকা, মুর্থ কিন্তু সমাজধৰ্ম্ম ঠিক রেখেছে, সমাজপ্পৰ্ম্মের উপর কিছু ভাষা চালায় নাই। এইজন্যে এলোকটাকে ভাসা বলে ৰোধ হয় না। আর মর বার সময় এড়ে:গরু বামুনকে দান করেছে { যমরাজ তাকে জিজ্ঞাসা করিল--কিরে তুই আগে পুণ্য না পাপভোগ কর বি ? তেলর পাপই সব, কিন্তু শেষকালে একটু পুণ্য আছে, তার তোর যা ইচ্ছে তাই বল F • য়ে লোকটা বলিল,—যখন আমার পাপই সব, তখন আগে পুণ্যভোগ করবো। যমরাজ বলিল,-“তোর যা এড়ে আছে, চব্বিশ ঘণ্টার জন্যে তোর হুকুমে রহিল, তুই য। বলবি, ও তাই করবে। - . সে লোকটা যমরাজকে জিজ্ঞাসা করিল,—আমি যা বলৰ, তামারু এড়ে গরু তাই করবে ? • যমরাজ উত্তর করিল,—হী, তুই যা বল বি তোর এ ড়ে তাই করবে। এমন সময়ে এড়ে সিং নেড়েনেড়ে তার কাছে এসে উপস্থিত হল। - যমরাজ বলিল -এই তোর এ ড়ে, তের যা ইচ্ছে তাই কর। সেই লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে, এড়েকে হুকুম করিল,—এ ড়ে, দে দুই সিং দুজনার মুর্গে। এড়ে যেমনি • ধাইল, যমরাজ ও চিত্রগুপ্ত ভো, ভো দৌড়, দিল, এ ড়েঃ