পাতা:প্রেম-রহস্য.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণব আচার ও শক্তি আচার। le» す一 - ব্রাহ্মণের ਬਾਂ করিতে ইচ্ছা করেন, যদি আপনার অমুমতি হয়, যাইতে কোন ধাধা নাই। ৰাহ্মণ,শুনিয়া মুছাপ্রাপ্ত হইল । পুত্র। পিতঃ। প্রতিগ্রহ কি এত দূষণীয় : ; পিতা। 'পুত্র। প্রতিগ্রহ অপেক্ষ পাপ আর জগতে নাই । পুত্র। প্রতিগ্রহন করিলে গরীবদের চলিবে কি করে ? পিতা । পুত্র । যিনি প্রকৃত বৈষ্ণবাচারী, তিনি প্রতিগ্রহ করিবেন না, তিনি উদ্ধৃবৃত্তি করিয়া জীবিকানিৰ্বাহ করিবেন। যিনি আঁচার্য্য হইবেন, তিনি ক্ষত্রিয়ের ও বৈশ্বের নিকট প্রতিগ্রহ করিতে পারিবেন, কিন্তু শূদ্রের নিকট পারিবেন না। প্রতিগ্রহ করিলে মানসিক তেজ হ্রাস পায়। মানসিক তেজের হ্রাস হইলে, মাথার উচ্চকার্য্য হয় না। উচ্চমাথা না হইলে । বৈষ্ণবাচারে অধিকারী হইতে পারে না। ভাটপাড়ায় শূদ্রের প্রতিগ্রহ নাই বলিয়, এখন অন্যের চেয়ে, অনেক মানসিক তেজ আছে। তেজ রাখিবার খাতিরেও ভ্রষ্টাচার হয় না, ইহার কারণ দীর্ঘজীবি হয়। . পুত্র। তবেড়ো বৈষ্ণবাচারু অনু্য আচর.অপেক্ষ উৎকৃষ্ট হয়। - அ পিতা। হাজারবার। - পুত্র। পিতঃ৭ সকলকার তাহলেতো বৈষ্ণবুচার গ্রহণ করা উচিত ?