পাতা:প্রেম-রহস্য.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

•છર প্রেম-রহস্ত।

o τ এত কোন রোগেই হয় না। ইদানীং ভ্রষ্ট অঙ্কিারের ও রেভের দরুণ যত নূতন রোগের আবির্ভাব इंग्र, ছুর্ভিক্ষ ও মড়কের অত্যাচার-সকলের চেয়ে বেশী। পৃথিবীতে যত দেশ আছে, ছুর্ভিক্ষ ও মড়কের তালিকা লইলে দেখা যায়, ভারতবর্ষ সকল অপেক্ষা প্রধান হয়। চতুর্দশ ও পঞ্চদশ খ্ৰীষ্টাব্দে ভারতবর্ষে একটা একটা হয়। খ্ৰীষ্টীয় ষোড়শ শতাব্দীতে ছুইটী হয়। সপ্তশতাব্দীতে চারিট হয়, আটটা অষ্টাদশে, উনবিংশ শতাব্দীতে কুড়িটা হইয়া গিয়াছে, এক্ষণও তো উনবিংশ শতাব্দী পূর্ণ হইতে বাকী অাছে। - জ্ঞানী। পূৰ্ব্বে দুর্ভিক্ষ ও মুড়ক এত কম হইত, এখনই বা কেন এত বেশী হয় । বোকা " বড় বড় বানলের বড় বড় পেট, লঙ্কা ডিঙ্গতে মাথা করে হেঁট, আজকাল কার লোকেদের মতে, ভারতবর্ষের অবস্থা অতি উত্তম। কারণ অনেক অবতার, লেখক, বিদ্বান ধনী ও মিশিবাবা জন্মগ্রহণ করতেছে। কিন্তু আমাদের মতে ভারতবর্ষের অবস্থা দিন দিন শোচনীয় হইতেছে। বিংশ শতাব্দীতে দুর্ভূিক্ষ ও মড়ক পঞ্চাশট হইবার সম্ভাবন।। যধন প্রত্যেক শতাব্দীতে বাড়িতেছে দেখা যায়। ভারতবর্ষে সরকার বাছাছুর মড়ক হইতে পরিত্রাণ পাইবার কারণ টাকার শ্ৰাদ্ধ কবিয়া দেশ পরিষ্কারের ব্যবস্থা করিতেছেন। ইহাতে যে রাজপুরুষদিগের উপকার হইবে, তাহাতে কোন সন্দেহ নাই।"