পাতা:প্রেম-রহস্য.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুর্ভিক্ষ ও মড়ক । לר বর্ষে বাস করিত্বেন, তাহু হইলে ভারতবর্ষের এই দুর্দশাভোগ করিতে হইত না । এত রপ্তানি করিতে কখনই অনুমতি দিতেন না। যে পরিমাণে ভারতবর্ষের খাদ্যসামগ্রী রপ্তানি হয়, সেই পরিমাণে যদি খাদ্যসামগ্রীর আমদানী হইত, তাহী হইলে ভারতবাসী এতটা দুর্দশাভোগ করিত না * খাদ্র্যসামগ্রীর বদলে, খোসপোষাকের ও লোহালক্করের আমদানী হয়, যাহাতে অপকার বই উপকার হয় না। দিন দিন সাধারণের রোজগার কুম হইতেছে, কিন্তু সাধারণের খরচ বৃদ্ধি পাইতেছে। রাজপুরুষদের মুখ ও স্বচ্ছন্দতা দেখিয়া সকলে চাল বাড়াইতেছে। যদি তিন বৎসরের মতন ভারতবাসীরা খাদ্য রাখিয়া, রাজপুরুষের রপ্তানির অনুমতি দেন, তাহা হইলে ভারতবাসীদের আয় হুইতে আর একটা বখর দিতে হয় না; কারণ জিনিসের গ্ৰাম কম হয়। বহুবিবাহ, বাল্যবিবাহ বিধবা-বিবাহ ও বয়স্কৃবিবাহ আর একটি কারণ, যাহা চিন্ত৮ রহস্যডে বিশদরূপে বলা হইয়ছে। পৃথিবীর কোন স্বাধীন দেশে একত্রে চারি রকম বিবাহের চলন নাই, কিন্তু ভারতবর্ষে চারি রকম বিবাহ চলিতেছে। • ইংরাজবাহাদুরের এই সব , বিষয়ে চক্ষু দেওয়া উচিত, কারণ একত্রে চারিরকম ৰিলহ থাকিবীর কারণ, সন্তান সন্ততি এত বেণী হয়, যে কেহই ভাল রকম করিয়া খাইতে পায় না। ভারতবর্ষে মধ্যবিত্ন লোকেৰু, আঁয় গড়ে ত্রিশ টাকা, এবং গরিব লোকের সাত টাকা, ইহাতে