পাতা:প্রেম-রহস্য.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

इर्डिक ● भड़क । १०० কিন্তু নাচার, ষ্ট্ৰে কাৰুণ কথার শ্রাদ্ধ করিয়া ও দেশবাসীকে জবা করিয়া ও উচ্ছন্ন দিয়া সেই আনন্দ ভোগ করিয়া লয় । ফরালটুথ অভাব বলিয়া সঞ্চয় শিক্ষা করিতে পারে না। যে দিন ভারতবর্ষেমরালটুথ প্রচার হইবে, সেই দিন হইতে দূর দর্শিতার স্বরু হইবে ও একজনের সর্বনাশ ও অপরের পৌৰ মাস রহিত হইবে। ভারতবর্ষে এখন আইন বঁাচাইয়া খালি কাৰ্য্য চলিতেছে, ইহার কারণ আইনজ্ঞদের বোলবোলা বেশী। ভারতবর্ষে আইনজ্ঞ অর্থাৎ শিক্ষিত লোক কয়ট, বোধ হয়, পঞ্চবিংশতি হাজারে একটা হয় কিনা সন্দেহ । যখন সকলে আইনজ্ঞ • হইবে, তখন কোন গোল মাল থাকিবে না, কারণ কাষ্ঠে কাষ্ঠে ঠেকিবে । অনেক সর্প না খাইলে ড্রাগুন হয় না, ভারতবর্ষে ভারতবাসী ভারতবাসীকে খাইয়া ড্রাগুন: হইতেছে (শিক্ষিত—ইন টেলিজেন্ট, অশিক্ষিত—-জান ইন: টেলিজেন্ট)। যত কিছু চো উঠিতেছে, সমস্তই ইংরাজি শিক্ষিত । যুবক ৱন্দের"। যদি উহার দূরদর্শী হইয়া কাৰ্য্য করিত, তাহ হইলে কোন ক্ষতি হুইত না। উহারা যুাই কিছু রাজপুরুষদের দেখে, তাহাই দেশে ইনটুড়িউস, করিতে চেষ্টা করে। ব্লাজপুরুষের ইংরাজী শিক্ষিত যুবকের কপায় চলে, ইহার কারণ উহাদের অনেক সিদ্ধি লাভ হয়। পঞ্চবিংশতি হাজার উচ্ছন্ন গেল, একটা ব্যক্তির জিৎ,বজায় রাখিতে, তাহাতে একটৱ7 У о