পাতা:প্রেম-রহস্য.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bや প্রেম-রহস্ত । প্রথম ছাত্র বলিল,— পশু ও পক্ষীদের স্বাৰ্থ কি ? পেমী উত্ত্বর করিল। এইবার #ाकूत्र }হা গোলমালে ফেলিয়াছ। একের ইচ্ছা ব্যতীত আর কিছুই বলা যাইতে পারে না।' একের ইচ্ছা জগৎ থাকা, ইহার- কারণু মায়াও আছে, জগতে থাকিতে হইলেই মায়াভোগ করিতে হয়। আমি জগৎ ছাড়া নয়, কি করে মায়াত্যাগ করিব। সে যাহা হউক ঠাকুর, অামার চিন্তামণি কোথায়,আছে বলিতে পার ? শেষ ছাত্র প্রথম ছাত্রকে বলিল,—কিহে তুমিও পাগল হয়েছ নাকি, পাগলিনীর সঙ্গে তুমিও পাগল হলে। দেখু, , প্রখম ছাত্র ! আমাদের গুরু গজগজ করে যেমনি বকেন, এবং সকলকে জ্ঞানী ক’রে দেন, তেমনি এই পাগলিনীকে দেখে টের পাওয়া যাৱে। л প্রথম ছাত্র রাগাম্বিত হইয়া শেষ ছাত্রকে বলিল,—তোমার গুরু ঠকান বিদ্যা; না হইলে এই সর কথা আসবে কেন ? তৈামার চেয়ে পাগলিনী লক্ষগুণে ভাল। তোমার চেয়ে কি, আমার চেয়েও ভাল। আমিতো পেমত্ত্বে গুরুর সহিত সৃক্ষাৎ করাইব । & ..শেষ ছাত্র উত্তর দিল। সাপের হাচি বেদেই চেনে। তা যাহা হউক, অতিথি সেবার সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে, আমার ক্ষুধা লেগেছে,আমি পাগলিনীকে পাত ক’রে দিতে পার ৰে৷ ম। আর পরিবেশনও কৰ্ত্তে পারিব না।