পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰবল সংঘর্ষ ❖ ዓዓ তাহাতে প্ৰবৃত্ত হইলেন, তঁাহাটীও অন্যায় মাৰ্গই অবলম্বন করিতে বাধ্য হইলেন, সুতরাং বাহুবলই সকল তর্কের মীমাংসাভার গ্ৰহণ করিল। এক সময়ে সমগ্ৰ খৃষ্টান-সমাজ পোপের আদেশ শিরোধাৰ্য্য করিয়া, মুসলমানের বিরুদ্ধে খড়গধারণ করিয়াছিল। পর্তুগীজগণ যখন ভারতসাগরে উপনীত হইয়া মুসলমানন্দালনে কৃতিত্ব প্রদর্শন করিতে আরম্ভ করেন, তখন তাহদের প্রাচ্য-বাণিজ্যরাজ্য ধৰ্ম্মরাজ্য এবং প্রাচ্যবাণিজ্যনীতি ধৰ্ম্মনীতি বলিয়া খৃষ্টান-সমাজের সাধুবাদ লাভ করিয়াছিল। সে পুরাতন ধারণা পরিবৰ্ত্তিত হইয়া গেল,- সে পুরাতন মিত্ৰতাও বিনষ্ট হইয়া গেল। যাহা তাহার স্থান অধিকার করিল, তাহা-ক্ষমাশূন্য সীমাশূন্য, অশান্ত আস্ফালন-দয়াশূন্য মমতাশূন্য বাহুবললীলা ! এক দিকে সমগ্র ইংরাজিজাতির জীবনমরণের সমস্যা, অন্য দিকে বিলুপ্তপ্ৰায় পুরাতন মৈত্রীভােব,- রাজ্ঞী এলিজাবেথ দীর্ঘকাল উভয়কুল রক্ষা করিতে পারিলেন না । তঁহাকে অবশেষে প্ৰকাশ্যভাবে অনুমতি প্ৰদান করিতে হইল । পর্তুগাল নবজীবন লাভ করিয়া, অতি অল্পদিনের মধ্যেই সমগ্ৰ ইউরোপে এক অভিনব আকাজক্ষার উদ্রেক করিয়া দিয়াছিল । রাজ্য ক্ষুদ্র হইলেই যে বৃহৎ বিজয়লাভে অনধিকারী হয় না, পর্তুগাল তাহা প্ৰমাণ করিয়া দিয়া ইউরোপের অন্যান্য ক্ষুদ্র রাজ্যগুলিকেও বৃহৎ বিজয়লাভের উচ্চাকাঙ্ক্ষা প্ৰকাশিত করিতে সাহসী করিয়া তুলিয়াছিল। সকলেই গৃহকোটর ছাড়িয়া, “বায়ু উলাকাপাত বজ্ৰশিখ” ধরিয়া “স্বীকাৰ্য্য সাধনে” অগ্রসর হইয়াছিল । অনেকে অনেক অজ্ঞাত দেশের আবিষ্কার-সাধনে কৃতকাৰ্য্য হইয়াছিল;-সকলেই পৃথিবীতে আত্মশক্তি বিস্তৃত করিবার জন্য উত্তেজনা অনুভব করিতেছিল। যে দেশের লোক ইউরোপের বাহিরে যে অজ্ঞাত দেশের আবিষ্কার সাধনে কৃতকাৰ্য্য হইয়াছিল, তাহারা তাহ লইয়া পরিতৃপ্ত থাকিতে সন্মও হইলে, তারত > R