পাতা:ফুলের ফসল.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল


সীস্‌ মহলের রূপসী দলের
ঘোম্‌টা আজিকে খোলা!
মাথার উপরে তক্‌ তক্‌ করে
আকাশের পরকোলা!
দিকে দিকে ওড়ে গেরুয়া নিশান,
দিকে দিকে ওঠে গম্ভীর গান
দিগ্বিজয়ীর যতগুলি তীর
তূণীরে সে আজি তোলা;
সীস্‌ মহলের রূপসী দলের
অবগুণ্ঠন খোলা!

নাই আর আজি নীপে ভরা সাজি
ঝুলনের হিন্দোলা;—
মনের হরষে ডালিমের রসে
গোলাপী কাজল গোলা!
পেখম ধরেনা ময়ূর আজিকে
কোকিলের তান নাই দিকে দিকে,
উদাসীন প্রায় আছে নিরালায়
হতবাক্‌ হরবোলা;
নীপে ভরা সাজি নাই আর আজি,
নাই ঝুলনের দোলা।

৮৭