পাতা:ফুলের ফসল.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ফুলের ফসল


মোদের ফুলশয্যা হ’বে গভীর আত্মদানে,—
শিউলি, বকুল, ঝরা গোলাপ, পদ্মেরি মাঝখানে!
বলবে যে দিন মনের পাঁজী
হ’বে সেদিন আপ্‌নি রাজী,
প্রাচীন বাঁধন শিথিল ক’রে মিল্‌বে প্রাণের টানে
মোদের মিলন হ’বে শুধু স্বাধীন আত্মদানে।


ফুল-দোল

জগতের বুকে লহরিয়া যায়
হরষের হিল্লোল!
ফুলে ফুলে দোলে পুলক-পুতলি
ফুলে ফুলে ফুল-দোল!
উৎসারি’ ওঠে অশেষ ধারায়
অভিনব চন্দন;
রেণুতে-রসের বাষ্প-অণুতে
পুলকের ক্রন্দন!
সদ্য মধুতে সৌরভ ওঠে,
বায়ু বহে উতরোল!
দুলে দুলে ওঠে পরাণ-পুতলি,
ফুলে ফুলে ফুল-দোল!

১০১