পাতা:ফুলের ফসল.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল
স্বর্ণমৃগ

সোনার হরিণ চলে গেল হায়
মনোলোভা রূপ ধ’রে,
বিস্মিত হিয়া রহিতু চাহিয়া
তাহারি পথের ‘পরে!
আঁখি পালটিতে ফিরে দেখা দিল,
গেল ফিরে লীলা ভরে;
আকুল নিশাস পড়িল আমার
পাঁজর শূন্য ক’রে।


উন্মনা

একটি জোড়া চোখের দিঠি ফিরত না,
দেখতে পেলেই ফিরে ফিরে চাইত;
আজকে আমি তাহার লাগি উন্মনা,
আজকে সে আর নাইত কোথাও নাইত’!

দেখিনি তায় সকল বেলায় মন্দিরে,
বৈকালে সে ঝর্ণা-তলায় যায়নি!
খুঁজেছি সব শৈল-পথের সন্ধি রে
তবুও তার দেখা কোথাও পাইনি।

২৮