এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ফুলের ফসল
সে কি পিপাসা হরে?
সেকি অমর করে?
হায়! তাহারি তরে
মন কাঁদিয়া মরে।
আমি শুনেছিনু রে
সুধা আছে সুদূরে
কোন্ স্বরগ-পুরে,
তাই মরেছি ঘুরে।
ঘুরে মরেছি একা,
তবু পাই নি দেখা!
শেষে তোমারে পেয়ে
প্রাণ উঠিল গেয়ে!
করি’ তোমারে সাথী
চোখে জাগিল ভাতি!
মোর টুটিল রাতি
মন উঠিল মাতি’।
সুধা ছিল নিঝুমে,—
বুঝি মগন ঘুমে,—
তব প্রথম চুমে
এল মরত-ভূমে!
৭৩