বিষয়বস্তুতে চলুন

পাতা:ফুলের ফসল.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল


চাঁদ হেন বর আসে গো যখন শাঁখ বাজে ঘরে ঘরে,
সন্ধ্যা বালিকা কপালে কপোলে ক’নে-চন্দন পরে,
সবুজ ডুলিতে আসি মোরা সবে বর বরণের লাগি’
এয়োর কর্ম্ম আমরাই করি আমরা বাসর জাগি!
আমরা কৃষ্ণকেলি,
সন্ধ্যামণির সঙ্গিনী মোরা আঁধারে নয়ন মেলি।


পুষ্প-মেঘ

ওগো শরতের শুক্ল শশী!
কোন্‌ দেশে আজি দৃষ্টি তোমার
কি ভাবে না জানি একেলা বসি’!
তোমার অমল অমেয় অমিয়া
মেঘ-মল্লিকা হ’তেছে জমিয়া,
আমি চেয়ে আছি,—অমৃত-খণ্ড
ভূতলে কখন্‌ পড়িবে খসি’!
দূরে দূরে তারা স্বপনে মিলায়,—
কত ভঙ্গীতে, ছন্দে লীলায়!
নিশিদিশি তারা দেশে দেশে বুঝি
মন্দার-কলি যাম বরষি’!
ওগো নিশীথের মৌন শশী!

৭৭