পাতা:ফুলের মালা.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y& e ফুলের মালা । শক্তি বলিল,“ইতিপূৰ্ব্বেই দিতাম, কিন্তু তিনি আমার নিকট হইতে মুক্তি লইতে অস্বীকৃত হইলেন ।” এই বলিয়া ইতিপূর্কের সমস্ত বৃত্তান্ত শক্তি সন্ন্যাসিনীকে জানাইয়া বলিল, “আপনি আমার সঙ্গে আগুন ; এই অঙ্গুরী দেখাইয়া আমরা এখনো কারা প্রবেশ করিতে পারিব । তাহার পর তাহাকে সঙ্গে লইয়া আপনি বলায়ন করিতে পারিবেন।” সন্ন্যাপিনী উঠিয়া দাড়াইলেন । শক্তি বলিল, “একটু অপেক্ষ করুন, আমাকে এ বস্ত্র ছাড়িতে হুইবে—অন্য কাপড় একখালি দিতে পারেন ?” সন্ন্যাসিনী এক থামি গেরুয়া বস্ত্র মন্দির কোণ হইতে লইয়। বলিলেন, “ইহাতে চলিবে ?” শক্তি সেই গেরুয়া পরিধান করিয়া বস্ত্রাঞ্চলের ধূলিরাশি অঙ্গে মাখিয়া তাহার পর শালের জোড়া একখান খুলিয়া মাথার উপর দিয়া গাত্রে জড়াইল, এবং তাহার পরিত্যক্ত মণিময় বস্ত্র দুই থও ও বাকি একখান শাল সন্ন্যাসিনীকে দিয়া বলিল, “ইহার একখানা পক্লন, একথান গায়ে জড়াইয়া নিন, আর শালখানা মাথায় দিন। তারপর কারাগৃহে গিয়া গায়ের থান গণেশদেবকে পরাইবেন, আর আমার এই শাল খুলিয়া দিব, র্তাহার মুখের বেশ আবরণ হইবে। এইরূপে আপনার দুজনে পলাইতে পারিবেন, প্রহরীর ভাবিৰে যে দুজন চুকিয়াছিল তাহারাই ফিরিতেছে।” সন্ন্যাসিনী বলিলেন, “আর তুমি ?” শক্তি। গণেশদেবের পরিবর্তে আমি কারাগারে থাকিব। আমার জন্ত ভাবনা নাই, কুতব আমার সহায় অাছে। সন্ন্যালিনী তাহার বিপদ বুঝিলেন ; কিন্তু তাহাকে এ সঙ্কল্প