পাতা:ফুলের মালা.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুলের মালা । ঘোড়া থেকে একবার নামলে হয় না ! সবাই তোমাকে বিজয় সন্মান দিয়েছে, আর আমার বালী মালা বলে কি গলায় পরতে এতই অনিচ্ছা ?” রাজকুমার তখন তাম্বার সঙ্কোচ ভুলিয়া আয়ুস্থ হইয়া হাসিয়া বলিলেন, “সেই শুকনো মাল গাছি বুঝি আমার সন্মানের জন্যই নিক্ষিপ্ত হয়েছিল ?” । শক্তি বলিল, “অভিষ্ট্রায়ট সেইরূপ ছিল বটে। কিন্তু মালা যে তোমার কাছে নাও পৌঁছতে পারে মনের আবেগে সে বুদ্ধিটুকু তখন যোগায়নি, লাভে হতে আমার মালার দলগুলি ছিড়ে গেছে।” রাজকুমার এই কথায় একটু হাসিয়া অশ্ব হইতে নামিতে নামিতে বলিলেন “শক্তি, শুকান নালার উপহার। এ কি সম্মান না উপহাস?” শক্তি সে কথার কোন উত্তর না করিয়৷ বলিল, “ঘোড়া নিয়ে আমার সঙ্গে এস, ঐ দিকে বসবার জায়গা আছে, সেই খানে ঘোড়া বেঁধে ।” শক্তি পথ দেখাইয়া চলিল। রাজকুমার ঘোড়ার বল্লা ধরিয়া তাহার সঙ্গে সঙ্গে চলিলেন ।