পাতা:ফুলের মালা.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুলের মালা। : ፃ সমক্ষে আমাদের বিবাহ হইয়াছে।” মাতা ক্রোধে কম্পিত হইয়া বলিলেন,"গণেশ, এ বনোয়ারিলালের কন্যা না ? ইনি তোমার ধৰ্ম্ম, পত্নী বে দিন হইবেন, সেদিন প্রতাপরায় দেবের বংশ চণ্ডালবংশের অধম হইবে বনোয়ারিলালের ভগিনী কুলকলঙ্কিনী, সেই লজ্জায় সে দেশ ত্যাগ করিয়াছে, তাহার কন্যা আমার পুত্রবধু ! দিনাজপুরের রাজরাণী ! আমি জীবিত থাকিতে তাহা হইবে না, তোমার ইচ্ছা হয় তুমি ইহাকে উপপত্নী রাখিতে পার।” শক্তির সমস্ত প্রকৃতি ক্রোধে ঘৃণায় অপমানে জলিয়া উঠিল । সে বলিল,“মহারাণি, আপনার মহৎবংশের উপযুক্ত কথাই আপনি বলিয়াছেন । কিন্তু ভগবান ধনী ও দরিদ্রের পক্ষে স্বতন্ত্র নিয়ম করেন নাই। যদি ভগবান থাকেন, যদি আমি আপনার পুত্রকে সত্যই একমনে ভালবাসিয়া থাকি, তবে এক দিন ইহার বিচার হইবে। আজ যাহাঁকে ঘৃণা করিয়া অকুল সাগরে ভাসাইলেন, আপনার শ্রেষ্ঠবংশ সেই হীন বনোয়ারিলালের বংশের পদানত হইয়াই সন্মান আনন্দ অনুভব করিবে । তাহ বদি না হয় তবে জানিব ভগবান নাই!” § শক্তি এই কথা বলিয়া দ্রুতপদে সেখান হইতে চলিয়া গিয়া একথানি ছায়ার মত সেই বনমধ্যে মিলাইয়া গেল। রাজকুমার ও র্তাহার মাতার কর্ণে তাহার অভিশাপ ভীষণ বস্ত্রধবনির মত ধ্বনিত হইতে লাগিল !