পাতা:ফুলের মালা.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Se ফুলের মালা । সপ্তম পরিচ্ছেদ । مجیب ---بیٹم بم چقچہ تجسسمبر-اسی ধরা বিলুষ্ঠিত শক্তি সহস কাহার যেন হস্তম্পর্শ অনুভব করিল। চমকিয়া মুখ উঠাইয়া ক্রুদ্ধস্বরে বলিল—“কে তুই ?” উত্তর হইল “আমি মুসলমান ।” অপর কোন বালিকা হইলে এ অবস্থায় নিতান্ত ভীত হইয়। পড়িত। কিন্তু শক্তি একে স্বভাবতই সাহসী, তাহাতে অবস্থাচক্রে পড়িয়া সম্পূর্ণরূপে আত্মনির্ভর নিপুণ হইয়াছে; সুতরাং অপরিচিত পুরুষ দেখিয়া ভয় পাইল না, কেবল ববনের স্পৰ্দ্ধায় ক্রুদ্ধ ও স্পর্শে ঘুণবোধ করিয়া সতেজে উঠিয়া বসিল, এবং রূঢ়স্বরে ক্রুদ্ধ মনোভাব ব্যক্ত করিয়া বলিল, “কোথাকার তুই হতভাগা ! আমাকে স্পর্শ করলি যে !” মুসলমান আস্তে আস্তে বলিল, “আমি ভাবিয়ছিলাম তুমি অজ্ঞান হইয়া পড়িয়াছ—” তাহার কথা শেষ হইবার পুৰ্ব্বেই শক্তি কঠোর স্বরে কহিল, “আমি অজ্ঞান হই বা না হইতোর তাতে কি ? তুই যবন হয়ে আমাকে স্পর্শ করলি!” যবন বৃক্ষতলে বসিয়া মাথার পাগড়িটা খুলিয়া আবার ভাল করিয়া মাথায় বাধিতেছিল, বাধিতে বাধিতে বলিল, “ত্তাহাতে দোষ কি ? তোমাকে যে বিধাতা যে পদার্থে স্বষ্টি করিয়াছেন, আমাকেও সেই বিধাতা সেই একই পদার্থে স্থষ্টি করিয়াছেন । তুমিও যে আমিও সে, তবে আর আমার স্পর্শে দোষ কি ?”