পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ђу о বঙ্কিম-প্রসঙ্গ ডিপার্টমেণ্টে তাহার একাধিপত্য জন্মিল। কত দরিদ্র সন্তানকে তিনি চাকুরী দিয়া অৱদান করিয়াছেন, তাহার গণনা হয় না। কাহাকেও কেরাণীগিরি, কাহাকেও সব পোষ্টমাষ্টারী, যে যাহার যোগ্য, তাহাকে তাহাই দিতেন। সে জন্য উমেদারগণের মধ্যে তিনি প্রাতঃস্মরণীয় ছিলেন । - একদিন আমাদের বাটতে “গোলাম-চোর" খেলা হইতেছিল, এমন সময়ে এক জন ব্রাহ্মণ উপস্থিত হইয়া বলিলেন, "দীনবন্ধু বাবুর নিকট আমার এক দরখাস্ত আছে।” তিনি আমাদের পরিচিত, কিন্তু স্বগ্রামবাসী নহেন, পার্শ্বস্থ একটি গ্রামে তাহার বাস। দীনবন্ধু তখন খেলিতে বসিয়াছিলেন, বলিলেন, “একটু বস্থন, পরে শুনিব।” গোলাম-চোর খেলা, পল্লীগ্রামে কি নগরে, গৃহস্থের বাটতে কি ধনাচ্যের বাটতে, সকল স্থানেই হইয় থাকে। কিন্তু বঙ্গের দুই প্রতিভাশালী ব্যক্তি কি প্রকারে সেই সামান্ত খেলাতে আনন্দের সহিত যোগদান করিতেন, তাহা যদি এ স্থলে উল্লেখ করি, তাহ হইলে, আশা করি, পাঠকমহাশয়ের বিরক্ত হইবেন না। আমাদের গ্রামস্থ সাত আট জন ভদ্রলোক উপস্থিত ছিলেন। দীনবন্ধু, সঞ্জীবচন্দ্র ও আরও কয়েক জন লোক খেলা আরম্ভ করিলেন; তন্মধ্যে পূৰ্ব্বোক্ত বন্দ্যোপাধ্যায়ও ( যাহাকে দীনবন্ধু ভাই-ফোটা দিয়াছিলেন) খেলিতে বসিলেন। দীনবন্ধু ও সঞ্জীবচক্রের উদেশ্ব ছিল যে, এই বন্ধ্যোপাধ্যায়কে চোর করিয়া সাজা দেন ; কারণ, ইনি সকলকেই গালি দিতেন, কাহাকেও ছাড়িতেন না। বঙ্কিমচন্দ্র ও উহার 'वैचाड डानाश्त्व ७ आबब अम्बरक शैनदङ्ग ७ गबोकम्बद्र