পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—তস্মৈ বাগাত্মনে নমঃ বহুমানপুরঃসর সবিনয় নিবেদন— বাঙ্গলা সাহিত্যে নানা বিষয় সম্বলিত উংকৃষ্ট ও মনোজ্ঞ পুস্তকের প্রচার বিরল না হইলেও—আশানুরূপ নয়। এই অভাব কথঞ্চিৎ দূরীকরণার্থ আমাদের পুস্তক-প্রকাশ-বিভাগের তত্ত্ববধায়ক কতিপয় খ্যাতনাম প্রফেসর ও সাহিত্যিকগণের পরামর্শ ও নির্দেশক্রমে আমরা সুলভে সৎসাহিত্য প্রকাশের সঙ্কল্প করিয়াছি। আমাদের সঙ্কল্প,—নীতি ও রুচিসঙ্গত, প্রতিপ্রদ, মনোজ্ঞ উপন্যাসের সঙ্গে সঙ্গে স্বদেশীয় ও বিদেশীয় মনীষিগণের জীবনী, ভ্রমণবৃত্তান্ত, বৈজ্ঞানিকতথ্যপূর্ণ জনপ্রিয় পুস্তক সকলও (Books on Popular Science & Nature study) of: করিব । সঙ্গল্পের তুলনার আমাদের শক্তি অতি সামান্ত-ভরস আপনার সহানুভূতি ও কৃপাদৃষ্টি। আশা করি আমাদের সিদ্ধিব পথে আপনি আমাদিগকে উৎসাহ দানে বিমুখ হইবেন না। আমাদের প্রকাশিত পুস্তকগুলি পাঠ কবি যদি অভয় দেন আমরা আপনার নাম রেজিষ্ট করিয়া রাখিব ও ক্রমশ: প্রকাশিত পুস্তকগুলিও পঠাইয়া দিব। আপনার স্যার সাহিতারসঙ্গ সঙ্গদ মাতৃভাষার সেবককে অধিক লেখা বাহুল্য। ইতি- - ستة تت . মুখাজী, বোস এণ্ড কোং ।