পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శీరిg বঙ্কিম-প্রসঙ্গ উদ্ধারের চেষ্টা হয়। বঙ্কিমবাবু এ বিষয়ের কোনও সংবাদ অবগত ছিলেন না। এ বিষয়ে আমিই র্তাহার প্রথম সংবাদদাতা। এতদ্বারা এবং আরও নানাবিবর্ণীি কথা দ্বারা সম্পূর্ণ বুঝিতে পারা গিয়াছিল যে, বঙ্কিম বাৰু বাঙ্গালার বর্তমান সাহিত্যের, বিশেষতঃ ধৰ্ম্ম-সাহিত্যের কোনও ধারই ধারিতেন না, এবং কোনও সংবাদই লইতেন না। ইহা তাহার ন্যায় এক জন ধৰ্ম্মনেতা ও বঙ্গসাহিত্য-পোতের কর্ণধারের পক্ষে বড়ই শোচনীয় অভাব। তিনিই কেবল র্তাহার সময়ে বঙ্গসাহিত্যধুক্ষত্রে বাস্তবিক স্যামুয়েল জনসনের স্থানীয় ছিলেন। যদি তিনি বাঙ্গালার প্রচলিত সাহিত্যের রীতিমত তত্ত্ব লইতেন, তাহা হইলে বাঙ্গলা সাহিত্যের পক্ষে বড়ই মঙ্গলের হইত। বঙ্কিমবাবু পুত্ৰ-সৌভাগ্য লাভ করিতে পারেন নাই। কন্যা দৌহিত্র লইয়াই তাহার সংসার। দৌহিত্রদিগের সঙ্গে তিনি বন্ধুবৎ ব্যবহার করিতেন। জ্যেষ্ঠ দৌহিত্রটকে হার্মেনিয়ম বাজাইতে ও তৎসঙ্গে গান করিতে শিখাইয়াছিলেন। তিনি বলিতেন, তাহাদের সঙ্গে খুব বন্ধুতাবে মেশামিশি না করিলে তাহারা অন্যত্র বন্ধু অন্বেষণ করিতে বাধ্য হইবে। चछ गएक महे रा रिक्लड श्राद्र दाशी रुि ? ७रुश्नि তাহার যুবক দৌহিত্রটকে ডাকিয়া আমাকে তাহার গানবা শুনাইলেন।