পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९8७ বঙ্কিমপ্রসঙ্গ মন্ত্রশক্তি সকল স্থহেই (absolute) অব্যর্থ ও অমোঘ। ইহা কোথাও নিস্ফল হয় না। ইহার ষথেষ্ট ব্যবহারে শরীরের ৰলক্ষ হয় না, ইচ্ছাশক্তিরও সাহায্য লইতে হয় না। প্রয়োগকালে যে মনের বল উপস্থিত হয়, তাহা , অর্পন হইতে অতি সহজে শুদ্ধ মন্ত্রের বলে উপস্থিত হয়। এই মন্ত্ৰ-শক্তি শুদ্ধ ভক্তির বলে ফলে পদায়ী হইয়া থাকে। ইচ্ছাশক্তির স্থলে যেমম নিজের মনের বলই সহায়, গুরুদত্ত মন্ত্রশক্তির স্থলে তেমনই শুদ্ধ দৈব বলই সম্বল। ইচ্ছাশক্তি কাহাকেও কখনও প্রদান করা যায় না, কিন্তু মন্ত্রশক্তি গুরুপ্রণালী ক্রমে অনায়াসে উপযুক্ত পাত্ৰে সৰ্ব্বদাই প্রদত্ত হইতে পারে। এই কথা শেষ হইতে না হইতে বঙ্কিম বাবু বলিলেন যে, তাহার দুই জন মন্ত্রশিষ্য আছেন। তাহারা তাহার প্রণালীক্রমে ইক্টোপাসনা করিয়া থাকেন। তিনি শিষ্যদ্বয়ের ভক্তিবিশ্বাস পরীক্ষা করিয়া তৎপরে তাহার পুৰ্ব্বোক্ত আকর্ষণী মন্ত্ৰটী তাশ্বাদিগকে প্রদান করিবেন। এই শিষ্যদ্বয় বঙ্কিম বাবুরই উপাসন-প্রণালীর অনুগত। তিনি আমাকে বলিয়াছিলেন যে, তিনি স্বয়ং প্রচলিত গুরুপ্রণালীক্ৰমে ইক্টোপাসনা পঞ্জি ত্যাগ করিয়া তাহার নিজের কৃত প্রণালী অবলম্বন করিয়াছিলেন। স্বাৰ্ত্ত ভট্টাচাৰ্য্য মহাশয় যে উপাসনা-প্রণালী প্রস্তুত করিয়া যান, তাহাই বর্তমান সময়ের ব্রাহ্মণদিগের অবলম্বন হইয়াছে। ভট্টাচাৰ্য্য, মহোদয় যে সমস্ত শাস্ত্র-গ্রন্থ হুইতে স্তোত্র, শ্লোক ও মন্ত্রভাগ উদ্ধত করিয়া, তাহার উপাসনা-প্রণালী গ্ৰন্থত