পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-३१२ বঙ্কিম-প্রসঙ্গ এবমুক্তাহজুনঃ সংখ্যে রথোপস্থ উপাবিশৎ। বিহুজ্য সশরং চাপং শোকসংবিগ্নমানসঃ ॥ অর্থাৎ, এই বলিয়া, জর্জুন রণস্থলে সশর ধনুঃ পরিত্যাগ করিয়া শোকাকুলচিত্তে রথোপন্থে উপবিষ্ট হইলেন। ইহারই নাম অর্জুনের মোহ। গীর্তা ইহার নাম দিয়াছেন “কশ্বল"। “কুতন্তু কৰ্ম্মলমিদং বিষমে সমুপস্থিতম্।” এই কশ্বল হইতেই গীতার আরম্ভ। অর্জনের মোহ অপ নোদন করিয়া তাহাকে ধৰ্ম্মযুদ্ধে প্রবর্তিত করিবার জন্য শ্ৰীকৃষ্ণ প্রথমতঃ তাহাকে বহুবিধ উপদেশ দিলেন, কিন্তু যখন দেখিলেন যে, মৌখিক উপদেশে সে মোহ তিরোহিত হইল না, তখন তিনি আপনার বিশ্বরূপ অৰ্জ্জুনকে প্রদর্শন করিলেন। এই বিশ্বরূপের বর্ণনায় গীতার একাদশ অধ্যায় নিযুক্ত। সেই বিশ্বরূপ-দর্শনে অর্জুনের মোহ তিরোহিত হইল। তাঁছার পর তিনি বলিলেন – নষ্টে মোহঃ স্মৃতিলন্ধ ত্বৎপ্রসাদাম্ময়াচু্যত । স্থিতোইগ্নি গতসন্দেহঃ করিষ্যে বচনং তব ॥ “জাষার মোহ অপনীত হইয়াছে। হে অচ্যুত ! তোমার প্রসাদে আমি স্থতি লাভ করিয়াছি । আমার সন্দেহ জিরোস্থিত হইয়াছে । আমি তোমার আজ্ঞা পালন করিব।” আমার বিশ্বাস, গীত মূল মহাভারতের অন্তর্গত ছিল 4षर ७३ दिक्कन-गर्नमहे नैठात्र भूष थईना हिल। मशভারতের আজি পর্কে যে ধৃতরাষ্ট্র-বিলাপ আছে, ইহা সম্ভবতঃ