পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&to o ৰঙ্কিমচজ “আমি সে কথা বলিতেছি না।” হাসতে চালিতে চারাণবাবু বলিলেন, "যোগেনবাবুকে কি ৰলিবেন ?” বঙ্কিমবাবু বলিলেন, “বলবেন-আমি পারিব না ।” তার গর গড়গড়ায় নলটি লাগাইয়া দুই এক টান তামাক টানিয় বলিলেন, "ভক্তি প্রতির জন্য মাঙ্গ করিতে পারিতেছি না, টাকার জন্ত তাঙ্গা পারিয়া উঠিব কি ?” হারাণবাবু বলিলেন, “আমি আর এক দিন আদিব।" বঙ্কিমবাবু বাগলেন, "কিন্তু আমাম্বারা ইয়া উঠিবে না।” আমি বঙ্কিমবাবুর সম্মুখে বসিয়া যে নূন্তন বঙ্কিমচন্দ্রকে দেখিলাম তাহাকে ত আগে দেখি নাই, চিনিতে পারি নাই। আমার মানসপট গঙ্গর অন্ত মূৰ্ত্তি উদ্ভাসিত হইয়া উঠিল। কল্পনানয়নে সেই বঙ্কিমচন্ধের ছবি দেখিয়া মনে হইল,— পৰ্ব্বতের চূড়া দেন সহসা প্রকাশ।" ঐসুরেশচন্দ্র সমাজপতি