পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিম-প্রসঙ্গ ○○ぐ আবৃত হইলে কোন বিপন্ন অশ্বারোহী বিদ্যুদীপ্ত মান্দারণের পথে অশ্বচালনা করুন আর নাই করুন, তখন তোমাকেই মনে পড়ে। যখন নিদাঘের দারুণ রৌদ্রে পৃথিবী অগ্নিময়, পথের ধূলিসকল অগ্নিস্ফুলিঙ্গবৎ, তখন সেই অগ্নিতরঙ্গ সন্তরণ করিয়া মহেন্দ্র ও কল্যাণী, শিশুকন্ত কোলে লইয়া পদচিহ্ন’ পরিত্যাগ করিয়া যাউন আর নাই যাউন, তখন তোমাকেই মনে পড়ে। যখন বর্ষার জলপ্লাবনে নদী কুলে কূলে পরিপূর্ণ হইয়া টল টল করিতে থাকে, প্রাবৃটের সেই স্নানকৌমুদী-রঞ্জিত খরস্রোত ত্রিস্রোতাবক্ষে বিচিত্র বজরার উপরে ঢল ঢল যৌবন জ্যোৎস্নাবর্ণ দেবী মুন্দরীর দিব্যকরে বীণা ঝঙ্কার দিয়া বাজিয়া উঠক আর নাই উঠক তখন তোমাকেই মনে পড়ে। যখন নবীন শরফুদয়ে বহুত পিয়াসার চন্দ্রমাশালিনী সা মধু্যামিনী নিৰ্ম্মল নীলাকাশে স্থলে জলে বাপীকূলে হাসিতে থাকে, তখন বিকচনলিনে যমুনাপুলিনে মৃণালিনীর জনম সাধ মিটুক আর নাই মিটুক, তখন তোমাকেই মনে পড়ে। যখন যোজনের পর যোজন ব্যাপিয়া হরিদ্বর্ণ ধান্তক্ষেত্র মাত বমুমতীর অঙ্গে বহুযোজন-বিস্তৃত৷ পীতাম্বরী শাটরুপে শোভা পায়, তখন ধরিত্রীর সেই মনোমোহিনী সুষম দেখিতে দেখিতে ললিতগিরি-পদতলে হস্তিগুম্ফার অভিমুখে সঞ্চারিণী দীপশিখারমত দুইটা সন্ন্যাসিনী পথ আলো করিয়া চলুন স্নার নাই চলুন, তখন তোমাকেই মনে পড়ে। যখন কাৰ্ত্তিক মাসে মাঠের জল শুকাইয়া আসে, পুষ্করিণীর পদ্ম ফুরাইয়া আসে, কৃষকেরা ক্ষেত্রে ধান্ত কাটিতে আরম্ভ করে, যখন প্রাতঃকালে বৃক্ষপন্নৰ