পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্দ্র ও কথকঠাকুর। w--<@@తక్షE>~గి

<লাক বড় পেটুক ! [ ষাট বৎসর পূৰ্ব্বের কথা । ] > শরৎকাল, আশ্বিন মাস, কৃষ্ণপক্ষ, সম্মুখে মহালয় অমাবস্তা। পরে দেবীপক্ষ পড়িবে, দেবীর আবির্ভাব হইবে, বঙ্গবাসী আনদে উৎফুন্ন। এখনও ভাদ্রমাসের ভরা নদী, কুলে কূলে জল, স্রোতস্বতী ভাগীরথী অবিশ্রান্তবেগে ছুটতে চুটিতে অনন্তস্রোতে গিয়া মিশিতেছে। এই সময় এক দিবস অপরাহ্লে কাঠালপাড়ার রাধাবল্লভজীউর ঘাটের উত্তর দিকে একটা বিস্তৃত ভূমিখণ্ডে বৃহৎ চঞ্জাতপের নীচে অনেকগুলি লোক বসিয়া কথকতা শুনিতেছে। গ্রামের এক বর্ষীয়সী স্বৰ্গারোহণ করিবেন, সেই উপলক্ষে তাহাকে রামায়ণ গুনান হইতেছে। গ্রামের প্রাচীনগণ আনন্দ ছাড়িয়া ঐ স্থানে হরিনাম শুনিজেছন ; নিষ্কৰ্ম্ম যুবকগণ তাসখেলা গানবাজনা ভাগ: