পাতা:বঙ্গদর্শন-অষ্টম খণ্ড.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

リデ অঙ্গ দশ । 龜了 স্থিরতা নাই, সকলই অনিশ্চিত । আজি যিনি অতুল ঐশ্বৰ্য্যের অধিকারী কাল তিনি পথের ভিখারী। এই মুহুর্তে ধিনি সম্পূর্ণ নিঃশঙ্কচিত্ত পরমুহূর্বে তিনি বিষম বিপদগ্ৰস্ত । প্রতিদণ্ডে প্রতি মুহুর্তে মনুষ্যের অবস্থার পরিবর্তন হইতেছে । সেই সকল বিভিন্ন অবস্থাতে কোন একটি নির্দিষ্টচরিত্রবিশিষ্ট ব্যক্তি তাহার সেই চরিত্রের গুণে যেমন যেমন কার্য্য করিলে তাহার চরিত্রের সার্থকত। হয় নাটক ক1র তাহকে সেই রকম কার্য। করান । অর্থাং ত{হার যে রকম চরিত্র তাহাতে যে অবস্থায় তাহার যে রকম কাৰ্য্য করা, কথা ক ওয়া, বা ভাব প্রকাশ করা সম্ভব এবং সঙ্গত, নাটককার তা‘হাকে তাঁহাই করান । নাটকের পাত্রের প্রত্যেক কার্য্যে এবং প্রত্যেক কথাতে ত;হার চরিত্র প্রদর্শিত হওয়া অবশ্যক । তিনি নানাবিধ অবস্থায় নানা প্রকার কার্য্য কfরবেন এবং নানাপ্রকার কথা কহিবেন । কিন্তু তিনি যদি প্রকৃত নাটকের পাত্র হন, তবে তাহার প্রতি কার্য্য তাহারই কাৰ্য্য এবং তাহার প্রতি কথ। তঁহারই কথা বলিরা পাঠকের বুঝিতে পার চাই । বুঝতে পারা চাই যে তিনি যে অবস্থায় পতিত সে অবস্তায় তিনি যে কার্য্য করিতেছেন, ল: কথা কহিন্তে ছেল সে কার্য্য এবং সে কথ। তিনি যে চরিত্রবিশিষ্ট সেই চরিত্র বিf a fল্লর ভিন্ন অপর কাহারে হইতে નઃ - શ્રી કાન একটি জ্যামিতি ( च्ञां★It । স্বত্র হইতে যেমন অপরাপর জ্যামিতিসূত্র অবশ্য নি:স্বত হয়, তেমনি নাটকের পারের সমস্ত কার্য্য এবং সমস্ত কথা তাহার চরিত্র হইতে অবশ্য-নিঃস্বত বলিয়া উপলব্ধি হওর চাই । এৰং প্রকৃত নাটকে তাহাই হইয়া থাকে । হ্যামলেটের কথা হ্যামলেটের ভিন্ন আর কাহারে৷ ” কথা বলিয়া বোধ হর না ; ইয়াগোর কথা ইয়াগোর ভিন্ন আর কী হারো কথা বলিরা বোধ হর না ; দুষ্মস্তের কথ। দুষ্মন্তের ভিন্ন মার কাহারে কথা বলিয়া বোধ হয় না । শাঙ্গ রবের কথা শাঙ্গ রবের ভিন্ন আর কাহারে কথা বলিয়। বোধ হয় না । এই কারণেই নাটকের আকারগত বা প্রত্যক্ষ নাটকত্ব । অধিকন্তু ইহাও বিবেচনা করিতে চইবে যে, প্রকৃত নাটককার সামান্য চরিত্র চিত্রিত করেন না । যে চরিত্র চিত্রিত করিলে মনুষ্যজাতির শিক্ষালাভ হইতে পারে তিনি সেই চরিত্রই চিত্রিত করিয়া থাকেন । কিন্তু চরিত্র শুধু গুরুত্ব গুণবিশিষ্ট হইলেই হয় না । একজন উন্নত-চরিত্র-ব্যক্তিকে বসিয়া থাকিতে অথবা ভোজন করিতে অথবা পুস্তক পাঠ করিতে দেখিলে কোন শিক্ষালাভ হয় না । কিন্তু সেই ব্যক্তিকে বিপদজনক অবস্থার কার্ষ্য করিতে দেখিলে শিক্ষালাভ হইরা থাকে। সেই নিমিত্তই নাটককার কোন গুরুত্বগুণবিশিষ্ট চরিত্রকে কোন अनाभान অবস্থায় নিক্ষেপ কলিযু তাহার ছবি