পাতা:বঙ্গদর্শন-অষ্টম খণ্ড.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(! مرbiج د ه আননা মঠ । > @@ স্নতা সম্পাদনই নাটককারের কার্য্য। ভাবিয়া দেখিলে চমৎকৃষ্ঠ হইতে হয় । অভিজ্ঞানশকুন্তলে সেই কাৰ্য্য কি আশ্চর্ষ্য প্রতিভা সহকারে সম্পাদিত হইয়াছে, তাই মনুষ্যমাত্রই যেন জীবনরূপ মহানাটকে সেই মহৎ কার্ষ্য সম্পন্ন করিতে সক্ষম হন। আনন্দ মঠ । উনবিংশ পরিচ্ছেদ । জীবানন্দ চলিয়া গেলে পর শাম্ভি fনমাইয়ের দাওয়ার উপর গিয়া বসিল । নিমাই মেয়ে কোলে করিয়া তাহার নিকটে আসিয়া বসিল । শাস্তির চোখে আর জল নাই ; শাভি চোখ মুছিয়াছে, মুখ প্রফুল্ল করিয়াছে একটু একটু হাসি তেছে। কিছু গম্ভীর, কিছু চিন্তাযুক্ত, अनामन। निगाहे ब्जिा बनिन ‘তবুতো দেখা হলো।” শাস্তি কিছু উত্তর করিল না, চুপ করিয়৷ রহিল। নিমাই দেখিল শাস্তি মনের কথা কিছু বলিবে না । শাভি মনের কথা বলিতে ভাল বাসে না তাহ নিমাই জানিত । সুতরাং নিমাই চেষ্টা করিয়া অন্য কথা পাড়িল—বলিল “দেখ দেখি বউ কেমন মেয়েট ।” শাক্তি বলিল "মেয়ে কোথা পেলি-ভোর মেরে হলো কবে লে৷ ” - নিমা ! "মরণ আর কি—তুমি যমের বাড়ী যাও—ঞ্জযে দাদার মেয়ে ।” নিমাই শাস্তিকে জালাইবার জন্য এ অর্থাৎ দাদার কাছে যে মেয়েট পাইয়াছি। শাস্তি ডাহা বুঝিল না ; মনে করিল, শান্তি বুঝি স্বচ ফুটাইবার চেষ্টা করিতেছে। অতএব শান্তি উত্তর করিল, “আমি মেয়ের বাপের কথা জিজ্ঞাস । করি নাই—মার কথাই জিজ্ঞাসা করিয়াছি।” - নিমাই উচিত শাস্তি পাইয়া অপ্রতিভ হইয়। জিজ্ঞাসা করিল। 参 “কার মেয়ে কি জানি ভাই, দাদ। কোথা থেকে কুড়িয়ে মুড়িয়ে এনেছে, তা জিজ্ঞাসা করবার তো অবসর হলো না । তা এখন মম্বন্তরের দিন, কত লোক ছেলে পিলে পথে ঘাটে ফেলিয়া দিয়৷ যাইতেছে ; আমাদের কাছেই কত মেয়ে ছেলে বেচিতে আনিয়াছিল—ত পরের মেয়ে ছেলে কে আবার নেয় ?" ( আবার সেই চক্ষে সেইরূপ জল আসিল—নিমি চক্ষের জল মুছিয়া আবার বলিতে লাগিল) “মেয়েট দিব্য সুন্দর, নাক্স মুত্স চাদপান দেখে দাদার কাছে চেয়ে নিয়েছি।” তার পর শাক্তি অনেকক্ষণ ধরিয়া কথাটা বলে নাই। "দাদার মেয়ে ” নিমাইয়ের সঙ্গে নানাবিধ কথোপকথন 한