পাতা:বঙ্গদর্শন-অষ্টম খণ্ড.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮৮ । ) শান্তি । আমি বেলিক না, তুমি বেল্লিক। মামুষের হাটুর উপর কি বস্বার জায়গা ? * জীব. ত কে জানে যে তুমি আমার •ঘরে চুরি করিয়া এসে শুষ্টয়া আছ ? শাস্তি। তোমার ঘর কিসের ? জীব । কার ঘর ? শান্তি । আমার ঘর। জীব । মন নয়, কে হে তুমি ? শক্তি । তোমার বনাই । জীব । তুমি আমার হও নহও, আমি তোমার রোধ হইতেছে । তোমার গলার সঙ্গে আমার ব্রাহ্মণীর গলার একটু সাদৃশ্য एनi८छ् । শান্তি । বহু দিন তোমার ব্রাহ্মণীর সঙ্গে আমার একাত্মতা ভাব ছিল, ” সেই জন্য বোধ হয় গলার আওয়াজ এক রকম হয়ে গেছে । জীব । তোর যে বড় জোর জোর কথা দেখতে পাই ? মঠের ভিতর না হতে তো এক ঘুষোয় দাতগুলো ভেঙ্গে দিতুম | শাস্তি । দাত ভেঙ্গেছে অনেক সম্বন্ধী । কাল রাজনগরে কটা দাত ভেঙ্গেছিলে, হিসাব দাও দেখি । বড়াইয়ে কাজ নেই, আমি এখানে ঘুমুই। তোমরা সম্ভানের দল, লেজ গুটিয়ে, বামুনঠাকুরুণদের আঁচলের ভিতর সুকোওগে । এখন জীবানন্দ ঠাকুর কিছু ফাঁপরে পড়িলেন । মঠের ভিতর বৈষ্ণবে বৈষ্ণবে • মারামারি করা সত্যানন্দের নিষেধ। কিন্তু এরও বড় মুখের দৌড়, ঘানা দিলেও অনঙ্গ মঠ جلا لا নয়। রাগে সৰ্ব্বাঙ্গ শরীর ,জলিতে লাগিল। অথচ গলার আওয়াজটা মধ্যে মধ্যে বড় মিঠে লাগিতেছে, যেন কি মমে হয়, যেন কে স্বর্গের দ্বার খুলিয়৷ ডাকিতেছে, আর বলিতেছে এলেই ঠ্যাঙে লাটী মারবো । জীবানন্দের উঠিতেও ইচ্ছ। করিতেছিল না, বসিতেও ইচ্ছা করিতেছিল না। ফাপরে পড়িয়া বলিলেন, “মহাশয় এ ঘর আমার, চিরকাল ভোগ দখল করিতেছি, আপনি বাহিরে যান ।” শান্তি । এ ঘর আমার, অৰ্দ্ধ দণ্ড ভোগ দখল করিতেছি । আপনি বাহিরে যান । জীব । মঠের ভিডর মারামারি করিতে নাই বলিয়াই লাথি মারিয়া তোমায় নরককুণ্ডে ফেলিয়া দিই নাই, কিন্তু এ ভাড়াইয়া দিতে পারি। শান্তি । আমি মহারাজের অনুমতি আনিয়াই তোমায় তাড়াইয়া দিতেছি । তুমি দূর হও । জীব । তাহ হইলে এ ঘর তোমার । আসিতেছি ; আগে বল তোমার নাম কি ? শাস্তি । আমার নাম নবীনানন্দ গোস্বামী, তোমার নাম কি ? * জীব । অামার নাম জীবানন্দ গোস্বামী । শান্তি । তুমিই জীবানন্দ গোস্বামী । তাই এমন ?