পাতা:বঙ্গদর্শন-অষ্টম খণ্ড.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& ১২৮৮ ) g পলাও, কুতুবা তোমাঙ্গ প্রাণরক্ষা হইবে না, এখনও পলাও । আগুন আজ ক্ষেপেছে, আজ দেবস্তfরও বশ নহে, কাহারওঁ কথা শুনিবে না, তোমারই জন্য জেলেছে, দেখিতেছ না তোমাকে ফঁাদে ফেলেছে, তোমার চারিদিকে আগুন । যদি সাধ্য থাকে. এখনও পলাও । स्त्रमाङ्गीन । अभाङ्ग च्याङ्ग भाक्षा नाछे, মাথা ঘুরিতেছে, চক্ষে যেন কি দেখিতেছি, কাণ হুহু করিতেছে । অপুরি। তবে এইখানে বসে পরকাল চিন্তা কর । জনাৰ্দ্দন । যে পথ দিয়া তুমি পলাবে সেই পথে আমায় লইয়া চল । অপরি। আমি পলাব না ; অগ্নি নিৰ্ব্বাণ পর্যন্ত আমি এই থানেই দাড়াইয়। থাকিব । জনাৰ্দ্দন । এই উত্তাপ তুমি কিরূপে সহ্য করিবে ? এ উত্তাপে তোমার কি རྒྱུ་རྩེ হতেছে না ? অপরি । কিছুমাত্র নহে ; অগ্নিতাপে বরং আমার শরীর শীতল হতেছে, আমার অঙ্গে হাত দিরা দেখ । জনাৰ্দ্দন। তাই ত! আশ্চর্য শীতল ! তবে তুমি দেবতা ; আমায় বঞ্চন কর न! । मृड] द्व्ल ? অপন্নি। কাদীর সঙ্গে মসলা মাখিয়াছি । আমি দেবতা নহি, আমি নরাধম, পৃথিবীতে আমি কেবল আপনার পাপের প্রায়শ্চিত্ত করিবার নিমিত্ত রহিब्राष्ट्रि । মাধবীলতা । २१ জনাৰ্দ্দন ও মেয়ে ভুলনি কথ। কার কাছে বল ? পাপ, পাপ ! পাপ ত জুয়াচোরের কথা, পয়সা রোজকারের কথা ! পাঞ্জ পেলে আমিও পাপের ভয় দেখাই । বোধ হয় তবে তুমি ও “মতলবি Cदाँदः । অপরি । তুমি পাপ মান না ? ভাল, এ অt গুন ত তুমিই জেলেছ, এখন দেখ দেখি সেই আগুনে তুমিই পুড়িতে বসিলে । ইহা কি পাপের দণ্ড নহে ? জনাৰ্দ্দন । অমন কতবার হরে গেছে; কত স্ত্রীহভা, কত ব্ৰহ্মহত্য করেছি, তার জন্য কত ফল পেয়েছি, কয়বার পুড়ে মরেছি ? অপঘাত মৃত্যু অসাবধালতার ফল ; পাপের ফল কিসে ? অপরি । অনিয়ম কাজকেই পাপ বলে; তাহার দও আছে । জনাৰ্দ্দন । পাপের দণ্ড । ছয়মাসের শিশু নৌকা ডুবি হয়ে মরে ; সে কোন পাপেয় দণ্ড ? ছয়মাসের শিশু কোন পাপ করেছিল ? ঝড়ে কাক মরে, সে কোন পাপের দণ্ড ? কাক কি করিয়াছিল ? তুমি বলিবে কাক বেদবর্হিভূত কোন কার্য করেছিল, অথবা কোন ভট্টাচার্য্যের ঘৃতে মুখ দিয়াছিল । তাহ ছইলে তুমি মুখ আমি এইমাত্র মনে করে ছিলাম তুমি দেবস্থা ; বুঝিলাম তুমি নিৰ্ব্বোধ। পাপের যদি দণ্ড থাকে তবে পুণ্যেরও দণ্ড আছে ; কেন না নিত্য ८क्षा बाच्ने अम्बेक পুণ্য কাৰ্য্য করি. তেছেক্সথচ সঙ্গে সত্বে কষ্টও পাইতেছে।