পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

g=== ‘ , ’ ‘...--જી. - જيجيg-جيججيبgag - -লক্ষজ্ঞয়ে సిరి. o o }রক্ষিত যুগল কর, বক্ষে রমণীয়ঃছায়! য়েই রমণীয় কর সঞ্চালনে । { বীরগণ হৃদয় ও হইত চঞ্চল, : o . | બનઃ তাড়িত-ক্ষেপে ;—ইঙ্গিতে যাহার = रुतिङ পুতুল প্রায় ধরার ঈশ্বর,--- : “...... ! আজি সেই কর আহা! অবশ, অচল । পাষাণ হৃদয়োপরে, পাষাণের প্রায় । রয়েছে পড়িয়া; বুঝি হৃদয় পিঞ্জর ভাঙ্গি রমণীর প্রাণ চাহে পলাইতে, সেই হেতু, হায়! এই যুগল পাষাণ, রেখেছে চাপিয়া সেই হৃদয় কপাট । , দৃষ্টিহীন সঙ্কোচিত যুগল নয়ন,— । অপলক, অচঞ্চল! চাহি উৰ্দ্ধ পানে, কৃষ্ণ রেখান্বিত দুই কমলের দলে, ৷ হইয়াছে যেন নীলমণি সন্নিবেশ। | মরি! কি বিষাদ মূর্তি! - সম্মুখে বামার, রতন খচিত শ্বেত প্রস্তরের মঞ্চে, শোভিছে আহাৰ্য্য চয়; বহু মূল্য পাত্রে শোভিছে:মিশর জাত স্বরা নিরমল; উপরে জলিছে দীপ বিলম্বিত ঝাড়ে ; বিমল স্ফটিকে দ্বীপ শাখায় শাখায় । ৷ জলিতেছে, চারু চিত্র খচিত দেয়ালে । অনন্ত আনন্দময়ী, আমোদ রূপিণী ক্লিওপেট্র স্বন্দরীর, এই সেই কক্ষ । মনোহর-অনঙ্গের চির-বাস রতি s মধিষ্ঠারী দেবী !—যেই কক্ষ আনন্দের । ধ্বনি, অতিক্রমে সিন্ধু, প্রবেশিয়া রোমে (সেনেট(১) মন্দিরে হতোপ্রতিধ্বনিময়, গণিত জেমেশ(২)কেহ রোমে নিশি জাগি | অচল আলোক রাশি দেখায় দে অভিনেতা ছিল যেই প্রণয় স্থলভ, , এ বিলম্ব যবনিকা হইতে পতিত ? g শূন্য আজি রঙ্গভূমি যৌবন পরশে | | দেখিলাম রঙ্গভূমি নায়ক এণ্টনি, o o স্বালে { অচল মানব চিত্র; অচলিত ভাবে : { পড়ে আছে যন্ত্ৰচয় যন্ত্রী অনাদরে; } অচল অনীল কক্ষে, অজ্ঞাত পরশে { আন্দোলিত হয়ে পাছে মধুর ‘সিটার (১) g বামার বিষাদ স্বপ্ন করে অপনীত ; . আচল বামার মূৰ্ত্তি; অচল হৃদয়ে , অচল যুগল কর ; অচল জীবন স্রোত ; চিত্রাপিত প্রায়, দাড়াইয় পাশে অচল ভর্তুর শোকে, সহচরী দ্বয় কেবল বামার সেই অচল হৃদয়ে, সবেগে বহিতেছিল, ঝটিকা তুমুল ! - “ওলো” চারমিয়ন!"[২]-চমকিলসখীদ্বয় বামার বিকৃত কণ্ঠে, হলো রোমাঞ্চিত কলেবর; যেন এই তমসা নিশীথে ; শ্মশান হইতে স্বর হইল নির্গত - । “ ওলো সহচরি! এই হৃদয় মন্দিরে অস্তরিত হলো যদি, তবে কেন অীর । উঠিল প্রথমে যবে লজ্জা আবরণ, জীবন সঙ্গীত স্রোতে খুলিল নাটক- | ক্লিওপেট্র জীবনের চারু অভিনয় ।" । | “স্থখদ প্রথম অঙ্কে,ওলো চারমিয়ন— | আছে কি হে মনে ?--অনন্ত বালুকাময়ী ! - (*) sesste. (*) Augustus Cæsar. (>) Guitar. . (2) Charmian—one maid attendandts. . of the twp