পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদর্শন, শ্রীঃ ১২৮২৭) । te পেটু। : হইবে অসাধ্য পরে। রোম হতে আজি কুসম্বাদ –আস্তরিক বিগ্রহ কৃপণে । ইতালি কণ্টকাকীর্ণ! কৃপাণ ফলকে প্রতিবিশ্বে রবিকর নির্ভয়ে দিবসে, । উপহাসি এণ্টনির বিলাস জীবন। প্রেয়লি! বিদায় তবে কিছু দিন তরে দেও যাই; কটাক্ষে সে কৃপাণ সকল ছিন্ন শস্য রাশি মত, আসি শোয়াইয়৷ আমি ডুবাইয়া নেত্ৰ নিমিযে, পম্পির জল যুদ্ধ সাধ, সেই সমুদ্রের জলে,— পিতার অস্তিম শয্যা প্রদানি পুত্রেরে। দেও অমুমতি তবে । ঈর্ষার অনল জলে থাকে যদি তব রমণী হৃদয়ে, নিবাও তাহারে, শুন দ্বিতীয় সংবাদ– মরেছে ফুলভিয়া আমা—’ মরেছে!— * ফুলভিয় ।” - কি মরেছেফুলভিয়া! “স্থামরেছেফুলভিয়া।” দংশেছিল এণ্টনির বিচ্ছেদ ভুজঙ্গ যেই পলে,সেই পলে, ‘মরেছে ফুলভিয়া—” এ সংবাদে, চারমিয়ন! অমৃত ঢালিল । এই মুক্ত হার নাথ! পরাইয়া গলে, বলিলেন,-"এই হারে যত মুক্ত প্রিয়ে! ইতালির রণজয় করিতে প্রচার, তত রাজ্যে সাজাইব মুকুট তোমার কল্যানি! অন্যথা এই তরবারি মম, বিসৰ্জি আসিব ওই ভূমধ্য-সাগরে। প্রেয়সি বিদায় দেও যাইব এখন। মিশরে থাকিবে তুমি, কিন্তু ছায়া তৰ । যেতেছি লইয়া মম ছায়াতে মিশায়ে; fকত বলিলাম—‘নাথ! নাহি চাহি আমি বহিছে এণ্টনি স্বর! দেখিতে, শুনিতে, 1 মিনচিত্তমমাছৰঙ্কনির

"ধরিয়া গলায়, । উন্মত্তার প্রায় সখি! কত কাদিলাম, 1 ।

রাজ্য ধন, মুহুর্তের ভালবাসা তব, শত শত রাজ্যে কিম্বা সমস্ত ধরায়, | নাহি পাবে ক্লিওপেটু। পৃথিবী কি ছার! : স্বৰ্গ তুচ্ছ তার কাছে, প্ৰাণেশ! তোমার প্রণয় রাজ্যের রাণী যেই স্বভাগিনী ’ । কত কঁাদিলাম, সখি! কত বলিলাম, কৃত শুনিলাম, কিন্তু বিফল সকল;— রণে মত্ত কেশরীরে, কেমনে সঞ্জনি! রমণী বীতংসে বল, রাখিবে বাধিয়া ? ফুটিল অধরে উষ্ণ কোমল চুম্বন বিদ্যুতের মত,—সখি! নাহি জানি আর।” । স্বদীর্ঘ নিশ্বাস ছাড়ি, পুনঃ বিধুমুখি– (হায়! সেই বিধু আজি নিবিড় জলদে । আচ্ছাদিত)—আরম্ভিল,-“পাইলাম জ্ঞান | যবে ওলো চারমিয়ন! নাহি পাইলাম আর হৃদয় আমার। নাহি দেখিলাম । চাহি আকাশের পানে—রবি,শশী, তারা; ধরাতল মরুভূমি, নাহি তাহে আর | স্বশোভার চিকু মাত্র। শব্দৰূহ হায়! : নিঃশব্দ আমার কাণে । কেবল সজনি! দেখিলাম কি আকাশ, কিবা ধরাতল । এণ্টনিতে পরিপূর্ণ। শুধু সমীরণ । কিম্বা ভাবিতে,-এন্টনি! ক্লিওপেটু কর্ণে. * * কণ্ঠে, নয়নে, হৃদয়ে-এন্টনি কেবল ? . |o