পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ ১৬৬ به داد: ) یا 5 ۹ . } উপক্রম শেষে তারাকান্তু জেলার স৷ দর আদালতে আরজি দাখিল করিলেন, { অমি রমাকাস্তের ঋণ টাকা দিয়া রমাকান্ত বলিলেন, রসীদ কৌন্সেল পৰ্য্যস্ত গিয়াছিল। তিন আদা লতে রমাকান্ত জয়ী হইলেন এবং তিন আদালতের খরচা পাইলেন । তারাকান্ত ক্রমে ঋণগ্ৰস্ত হইয়া একে একে সকল বিষয় খোয়াইলেন, শেষে অর্থহীন ও হৃতসৰ্ব্বস্ব হইয়া মনোদুঃখে উৎকট পীড়া | গ্রস্ত হইয়া শয্যাশায়ী হইলেন। দুর্ভাগ্য| বশতঃ এই সময়ে তিনি পুত্রের মুখাবলোকন করিতে পাইলেন না; তাহার | জ্যেষ্ঠ পুত্র রমণীকান্ত অতি কিশোর | বয়সে রামহরি মুখোর ভ্রাতৃকন্ত কুমুদিনীকে বিধবা করিয়া মানবলীলা সস্তরণ { করেন; কনিষ্ঠ রতিকান্ত বাণিজ্যার্থে দেশাস্তরে বাস করিতেছিলেন । কিন্তু তাহাতেও তারাকান্ত বন্দ্যোপাধ্যায়ের { করিতেন। তারাকান্ত তাহাকে আশীৰ্ব্বাদ । | করিতে স্করিতে গঙ্গালাভ করিলেন। । | পিতার মৃত্যুসম্বাদ পাইয়া রতিকান্ত { দেশে আসিলেন ; পরে পিতার শ্রাদ্ধাদি o | চরমকালে बङ्ग এবং সেবার্থ ক্ষোভ ছিল { না ; তাহার পুত্রবধু কুমুদিনী আপনার । পতন করিয়াও শ্বশুরের শুশ্রীর্ষ পরিশোধ করিয়াছি। রমাকান্ত বন্ধুকি সম্পত্তিতে দখল দেয় না, অতএব দখল পাওয়ার প্রার্থনা। দাবির প্রমাণ স্বরূপ তারাকান্ত কয়েক খণ্ড রসীদ দাখিল করিলেন । জাল। মোকৰ্দ্দামা ক্রমে ক্রমে প্রিবি- , i

সমাপনানন্তর আপনার স্ত্রী ও ভ্রাতৃজায় { কুমুদিনীকে পিত্রালয়ে পাঠাইয়া দিলেন। } গৃহস্থ অন্যান্য সকলের মধ্যে কাহাকে {

য়োজন করিয়াছেন, এক জন জ্ঞাতি { নিমন্ত্রিত ব্যক্তির বসিয়াছেন, শ্ৰাদ্ধাধি | কারীর আসন প্রস্তুত। পুরোহিত পুষ্পাদি | মার্জনা করিতে করিতে আসনের নি 或科 শ্বশুরবাড়ী কাহাকে ৰাপের বাড়ী কাহা । কেও অন্য কোথাও পাঠাইয়া দিয়া তাহার অতি বৃহৎ অট্টালিকার দ্বার রুদ্ধ । করিয়া ভদ্রাসন ত্যাগ করিয়া কোথায় } গেলেন, কেহ তাহ জানিতে পারিল না।” এদিকে রমাকান্ত, তারাকান্তের সমুদায় ভূসম্পত্তি ক্রয় করিয়া অতি প্রবল জমী দার হইলেন এবং কিছু দিন পরে তাহার । একমাত্র পুত্র রজনীকান্তের বিবাহ দিলেন; বিবাহ রাত্রি হইতে রজনী নিরুদেশ হওয়াতে রমাকান্ত পুত্রের ধিরহে রোগগ্ৰস্ত হইয়া অতি অল্পকালেই মানবলীলা সম্বরণ করিলেন । নবম পরিচ্ছেদ । যাহা সচরাচর ঘটে না । রমাকাস্তের শ্রীদ্ধের তিথি উপস্থিত, } তাহার কন্যারা মহাসমারোহপূর্বক আ- { শ্ৰাদ্ধ করিবে, সভা সুসজ্জিত হইয়াছে, : যথাস্থানে রক্ষা করিয়া অপেক্ষা করিতে { ছেন,জ্ঞাতি অতি গম্ভীরভাবে যজ্ঞোপবীত { আসিয়া দাড়াইলেন। এমত সময় হঠা # একটা গোলযোগ উপস্থিত হইল, জ্ঞাতি ।