পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• * - T மண نبي يحييم rশন, ভায় ২৮২) দেবীবর ঘটক ও যোগেশ্বর পণ্ডিত , দেবীবর ঘটক ও যোগেশ্বর পণ্ডিত একজনের দৌহিত্র । তদনুসারে এই দুইজন পরম্পর মাসভূত ভাই । যোগেশ্বর কু লীনপুত্র। দেবীবর বংশজ গোষ্ঠী সস্তৃত। সুতরাং সমাজ মধ্যে দেবীবর অপেক্ষ যোগেশ্বর পণ্ডিতের মৰ্য্যাদা অধিক। ! যোগেশ্বর মুখ বংশে জন্মগ্রহণ করেন । তিনি নানা শাস্ত্রে পণ্ডিত ছিলেন। নানা দেশীয় ছাত্রগণকে নানা শাস্ত্র অধ্যাপনা করিতেন । সেই জন্য র্তাহার উপাধি পণ্ডিত হয়। যোগেশ্বর সম্বন্ধে এক প্রবাদ আছে, যে তিনি অত্যন্ত আতিথেয়ী ছিলেন। নিজের দান অতি সঙ্গোপনে निर्द्धीश করাই তাহার ব্যবস্থ৷ ছিল। র্তাহার বদান্যতার বিষয় আপামর সাধারণের শ্রুতিগোচর ছিল না। - যোগেশ্বর পণ্ডিত এক সময়ে যদৃচ্ছ। প্রবৃত্ত হইয়া দেশভ্রমণে নির্গত হন। দৈবগত্য একদিন ভ্রমণ উপলক্ষে মধ্যাচুে দেবীবরের ভবনে উপস্থিত হইলেন। যোগেশ্বরের আগমন বার্তা শ্রবণে দেবীবরের জননী শশব্যস্তে দ্রুতপদে আসিয়৷ যথা বিহিত স্নেহ সম্ভাষণ পুরঃ যোগেশ্বর বিনয় বচনে অতি নম্রভাবে .ை * -- * * : ஒ দেবীবর ঘটক ও যোগেশ্বর পণ্ডিত। মেল বন্ধন। তাহার সময় নিরূপ - - আনুষঙ্গিক তৎকালিক সামাজিক অবস্থ। । এরূপ জনশ্রুতি প্রচলিত আছে যে । সর অভিনন্দন ও অভ্যর্থনা করিলেন। তিনি স্বীয় মনঃ क - তদীয় মাতৃম্বসার শ্রীচরণ বন্দনা করি লেন। তিনিও যথাবিহিত আশীৰ্ব্বচন | প্রয়োগ পূর্বক যোগেশ্বরকে কহিলেন, { বাছা জলপান কর, আমি তোমার জন্তে অন্নাদি প্রস্তুত করিতে যাই । যোগেশ্বর তদীয় মাতৃত্বসার সেই কথা শুনিয়া উত্তর করিলেন, মাসি, আমার মাতামহ আপনাকে যে কুলে সম্প্রদান করিয়াছেন, আমরা সে কুলে পদ প্রক্ষণলনও করি না। অতএব আপনি আহারের জন্তু আমায় বিশেষ অনুরোধ করিবেন না । আপনি মাসি আপনার অন্ন পল্লিত্যাগ করিয়া আপনার বাটতে স্বপাকে ভোজন করিলে গুরুজনের প্রতি অবজ্ঞা করা হয়। তাহাতে পাতক জন্মে । এবং মাসতুত ভাই দেবীবরের গৃহে ভোজন করিলে আমাদিগের মৰ্য্যাদার হ্রাস হয়। স্বতরাং আপনার অনুরোধ রক্ষা কর। আমার পক্ষে সহজ ও সাধ্যায়ত্ত নহে। এই বলিয়া যোগেশ্বর প্রস্থান করিলেন। যোগেশ্বর পণ্ডিত যে সময়ে দেবীবর ভবনে উপস্থিত হইয়াছিলেন, তৎকালে দেবীবর দেশভ্রমণে নির্গত হন । : দেবীবর বাটা আসিয়া জননীকে অপ্রসন্ন দেখিয়া কারণ জিজ্ঞাসা করিলেন। ১৯৩ : স্কুঞ্জের পূৰ্ব্বাপর সমস্ত !