পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* . --6x-ةضةت.------- দেবীবর घुम्नेक ૭ যোগেশ্বর পণ্ডিত - సి( বিশ্বাস সহকারে কার্য্য করবেন বলিয়া | সপক্ষ ও বিপক্ষ মণ্ডলীর নিকট আকাশ বাণীর কথা প্রচার করিলেন । নিৰ্দ্ধারিত দিন উপস্থিত হইল, ঘড়িয়াল ঘড়ি ধরিয়া বসিয়া থাকিল। দেবীবর দোষ দেখিয়া একবিধ দোষাশ্রিত ব্যক্তিবর্গকে এক এক দলনিবদ্ধ করেন । তদনুসারে এক একটী মেল হয় । সমস্ত কুলীনকে ছত্রিশট মেলে বিভক্ত করেন। যোগেশ্বর পণ্ডিতের কুল বিচারের সময় দেবীবরের মুখ হইতে নিম্নলিখিত কারিকাটী নির্গত হইয়াছিল। যথা শশে যদি বিষাণং স্তাদাকাশে কুসুমং যদি । সুতো যদিচ বন্ধ্যায়াং । তদা যোগেশ্বরে কুলং ॥ যোগেশ্বর পণ্ডিত খড়দহ মেলের প্রকৃতি । ইনি দেবীবরের সমসাময়িক লোক । কেননা তিনি দেবীবরের মাস তুত ভাই ও সমবয়স্ক। দেবীবরের বাটীতে অন্নগ্ৰহণ না করাতেই যোগেশ্বর প্রথমে নিস্কুল হন। দেবীবর কেন যোগেশ্বরকে নিস্কুল করিয়াছিলেন তাহ প্রথমে যোগেশ্বর অনুভব করিতে পারেন নাই । তৎপরে দেবীবরের অনুগ্রহে যোগেশ্বর পুনৰ্ব্বার কুলমৰ্য্যাদা প্রাপ্ত হন ইহা প্রসিদ্ধ কিম্বদন্তী। শোভাকর ভট্টাচাৰ্য্য লক্ষ্মণ সেনের } মন্ত্রী পরম পণ্ডিত হলায়ুধ - उtड़ेब्र বংশীয়, , এই হেতু মনে করিলেন কুলমৰ্য্যাদা { সুতরাং ইনি চট্টোপাধ্যায় কুলসস্তুত।” ইনি দেবীবরের মন্ত্রদাতা গুরু ছিলেন। প্রাপ্তি বিষয়ে দেবীবরকে অবশ্য আমায় { সৰ্ব্বপ্রধান করিতে হইবেক । তদনুসারে } তাহার অন্তঃকরণে আর একটি ভাব } উদয় হইল। সে ভাবটী এই, দেবীবর | পরম পণ্ডিত, ও সিদ্ধ ব্যক্তি। সিদ্ধ হই- | - লেও সে সৰ্ব্বদা সৰ্ব্বকৰ্ম্মারস্তের পূৰ্ব্বে | গুরুর নাম গ্রহণ পুরঃসর স্বস্তিবাচন | করে। আমিই তাহার গুরু । আমি যদি } সভার অগ্ৰে উচ্চাসনে আসীন হইয়া | তাহাকে সন্দর্শন দিয়া, তাহার প্রীতি- { বিধান করিতে পারি, তাহা হইলে সে l অবশ্য গুরু দর্শনে পরম পরিতুষ্ট হইয়া আমাকে সৰ্ব্বশ্রেষ্ঠ কুলীন রলিবে। এই মনস্কামনা স্থির করিয়া সভার } অগ্ৰে এক উচ্চাসনে উপবিষ্ট হইলেন । । সভার অগ্রে সভ্যগণের বিনায়ুমতিতে | উচ্চাসনে উপবেশন যে অতীব দূষ্য । ইহা দেবীবর বিলক্ষণ জানিতেন, তদনু- : সারে তিনি গুরুর প্রতি অত্যন্ত বিরক্ত | হুইলেন। দেবীবর সভাপতি, সভাপতির ভাব দেখিয়াই সভ্যেরা মনে করিল। দেবীবর ইহার অশিষ্টতা অবগত হইয়া- | cछ्न, श्उबार ७बिबरबङ्ग উল্লেখ দ্বারা । ! - SAASA SAASAASSAAAAAAS AAAASS AASAASAASAASAASAAAS

  • বহুরূপঃ গুচো নাম অরবিদে ।

. . হলায়ুধঃ । বাঙ্গালশ্চ সমাখ্যাতাঃ পঞ্চৈতে চট্ট. . } g বংশজt: { } ধ্রুবাননন্দ মিশ্র ধৃত কুল পদ্ধতি। : o