পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

wor ༢་ཨ་ཐ་ཚ༢ ངརྩtt, જ્યારે ) দেবীবর ঘটক ও যোগেশ্বর পণ্ডিত । " '? ... "... বিশারদ দেবীবর ৩• তিন শত বৎসর বলিয়া গণনীয় হন । তেই হয় । হইতে গণনা করিলেও দেখা যায় যে তৎকুলে ধারাবাহিক ১১১২ পুরুষ হই য়াছে। ইনি আবার নিত্যানন্দের পুত্র বীরভদ্রের সমবয়স্ক ছিলেন ।

পূৰ্ব্বে কুলীনদিগের মেল বন্ধন করেন। আর একটা প্রমাণ দেখিলেও জান৷ যাইবে যে দেবীবরের মেল বন্ধন ঐ সম য়েই হইয়া থাকিবে । বারেন্দ্র কুলে অদ্বৈত প্রভুর জন্ম হয়। তিনি চৈতন্যের সহচর ও অভেদাত্মা বলিয়া পরিগণিত ছিলেন। র্তাহার আর এক সঙ্গী নিত্যানন্দ মহাপ্রভু। অদ্বৈত মহাপ্রভুর আট সস্তান হয় তন্মধ্যে অচ্যুত গোস্বামী সৰ্ব্ব কনিষ্ঠ । ইহাকে অদ্বৈত প্ৰভু বিশেষ স্নেহ করিতেন । এক সময়ে এমন বলিয়াছিলেন যে, অচ্যুতের যেই মত সেই মোর সার, আর সব পুত মোর হেীক ছারখার ; অদ্বৈত বাক্য চৈতন্য চরিতামৃত । এই সময় হইতেই ইহঁাদিগের কুলের গৌরব হয় । তৎকালে শুদ্ধ শ্রোত্রিয় ইহঁাদিগের মেল(পটী) বন্ধনের পারিপাট্য এই সময় হইএক্ষণে অচ্যুত গোস্বামী দেবীবর বীরভদ্র সংস্থষ্ট ব্যক্তিবর্গকে বীরভদ্রী থাকের অন্তর্গত করেন । বীরভদ্রের জীবনকাল গণনা করিলে আমরা তাহাকে | ৩২৫ সওয়া তিনশত বৎসর পূৰ্ব্বে দেখিতে | পাই স্বতরাং দেবীবরের মেল বন্ধনের , সময় ৩২৫ সওয়া তিন শত বৎসরের শাখায় বিভক্ত করেন । যথা— | ১ ফুলিয়া ১৯ হরি মজুমদারী । ২ খড়দা ২০ শ্রীবর্দ্ধনী - ৩ বল্লভী ২১ প্রমোদনী ৪ সৰ্ব্বানন্দী ২২ দশরথ ঘটকী ৫ সুবাই ২৩ শুভরাজ খানী ৬ আশ্চৰ্য্যশেখরী | ২৪ নড়িয়া, ৭ পণ্ডিত রত্নী | ২৫ রায় মেল । ৮.বাঙ্গাল পাশ | ২৬ চট্ট রাঘবী । ৯ গোপাল ঘটকী | ২৭ দেহটো ১০ জুয়ান রেন্দ্রী | ২৮ ছয়ী -- a . " ১১ বিজয় পণ্ডিত | ২৯ ভৈরবী ঘটক ; ১২ টাদাই । ৩০ আচম্বিত৷ ১৩ মাধাই \מס ধরাধরী ১৪ বিদ্যাধরী ৩২ বালী . ১৫ পারিহাল | ৩৩ রাখব ঘোষাল | ১৬ শ্রীরঙ্গ ভট্টী ৩৪ শুঙ্গোসৰ্ব্বানন্দী: ১৭ মালধিরখানী | ৩৫ সদানন্দ মানী ৷ ৩৬ চন্দ্রবর্তী నన .....مسجد. همس بدء عصاصمه مسغذاء. অগ্রবর্তী হইতে রেন। বরং ।পরবর্তী : হইবারই বিলক্ষণ সম্ভাবনা। এখন দেখ সে সময় আমাদিগের দেশে ব্রাহ্মণ । রাজা ছিল কি না; সমাজের বন্ধনশিথিল হইয়া আসিতেছে কি না; তদনুসারে । দেখা যায় যে তৎকালে বঙ্গদেশে প্রবল প্রতাপান্বিত ব্রাহ্মণ রাজার নাম গন্ধ পাওয়া যায় না । তৎকালে বাঙ্গাল দেশে যশোহরে প্রতাপাদিত্যের অত্যন্ত । প্রভাব বর্ণিত দেখা যায়। প্রতাপাদিত্য বঙ্গজ কায়স্থ ছিলেন । | তৎকালে ভারতের রাজধানী হস্তিন নগরের সিংহাসনে মুসলমান ভূপতি আকৃবর সা অধিরূঢ় ছিলেন। - { দেবীবর কুলীন দিগকে ৩৬ প্রধান ১৮ কাকুন্থী ; . حساسیت ساینست