পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बणन-fम जti.s९४२ ) श्रांतिम भश्वा । ९०१ } মনুষ্যের আদিম অবস্থা সম্বন্ধে যতদুর অমুসন্ধান হইয়াছে, তদারা ইহাই উপলব্ধ হয় যে মনুষ্য ও বানর স্বতন্ত্র জাতি । মনুষ্য বানর হইতে উৎপন্ন হয় নাই, অথবা বানর মনুষ্যের সন্ততি নহে । ঐতিহাসিক কালে বা তৎপূৰ্ব্বে বানরের | অবস্থা যে কখন উন্নতিলাভ করিয়াছে, তাহা কেহই বলিতে পারিবেন না । বানর চিরকালই শাখাযুগ আছে। তাহার হস্ত পদাদির গঠন স্বতন্ত্র । বানর কখনই অগ্নির ব্যবহার জানে না ও শিখিতেও পারে না, বানর কখনই রন্ধন পদ্বতি শিখিতে পরিবে না ও এপর্য্যন্ত আত্মরক্ষার্থ অস্ত্রশস্ত্রাদি প্রস্তুত করিতে পারিল না । পক্ষান্তরে দেখা যায় যে মনুষ্যের উন্নতির ইয়ত্তা নাই। প্রথমে মনুষ্য হীনবল নিঃসহায় কেবল আত্মরক্ষার ও আত্মপোষণে সকল সময় অতিবাহিত করিত। অতি আয়াসে ও বহু পূরিত করিত, সময় বিশেষে মনুষ্য মাংস বা শৃগাল ও ইদুরের মাংস তাহার অভক্ষ্য ছিল না। ক্রমে অগ্নির আবিঙ্কিয়া হইল, তখন দগ্ধ মাংস ভোজন, প্রস্তর নিৰ্ম্মিত অস্ত্র ও তৈজসাদির গঠন ও ব্যবহার ও পশ্বাদি পালন আরম্ভ হইল । তৎপরে মিশ্র ধাতুর ব্যবহার ও কৃষি স্ক্রিয়া ও কৃষি কার্যের উন্নতি। গুহাবাসী কৃষিজীবী হইয়া শেষে বাহিক সমস্ত s নিঃসহায় ছিল, এক্ষণে মনুষ্য পৃথি- } কষ্টে দিন২ বন্য পশুর অপক মাংসে উদর কার্যের আরম্ভ, শেষে লৌহের আবি- কালে অস্তৰ্হিত হইয়াছে, কিন্তু এককালে | মহষ্য পৰ্য্যায় ক্রমে শিকারী, পশুপালক, সশঙ্কিত থাকিত ও অতি কষ্টে সামান্য বিষয়ে নিরুদ্বেগ হইয়া জানোপার্জনে | সক্ষম হইয়াছে। মনুষ্য প্রথমে হীনবল | বীর অধিপতি। জ্ঞানবলে মনুষ্যের } অবস্থার আরও যে কত উন্নতি হইবে । তাহা কে বলিতে পারে ? - ইউরোপখণ্ডে গিরিগুহা প্রভৃতি পূৰ্ব্বকালিক মঙ্গুষ্যের বাসস্থানে ও সমাধিমন্দিরে যে সকল অস্ত্ৰ শস্ত্র ও তৈজসাদি । প্রাপ্ত হওয়া গিয়াছে, তারা পণ্ডিতেরা স্থির করিয়াছেন, যে আদিম মনুষ্যের | পুরাবৃত্ত দুইভাগে বিভক্ত করা যাইতে । পারে, প্রথম প্রস্তর কাল, দ্বিতীয় ধাতু কাল। ইউরোপ সম্বন্ধে এই দুই কালের { কিঞ্চিৎ বর্ণন করিয়া প্রস্তাব উপসংহার ! করা যাইতেছে । - ১ম প্রস্তর কাল—এই কালে কোন ধাতুর আবিঙ্কিয়া হয় নাই। মনুষ্য ধাতুর ব্যবহার জানিত না । এই কালের যে সকল অস্ত্র ও তৈজসাদি প্রাপ্ত হওয়া গিয়াছে, তাহ সমুদায় প্রস্তর নিৰ্ম্মিত । । কোন২ অস্ত্র পশ্বাদির অস্থি বা শৃঙ্গে নি, ৰ্ম্মিত । এই কাল তিন ভাগে বিভক্ত, প্রথম কালে ম্যামথ অর্থাৎ কেশর যুক্ত | হস্তী ও গুহাস্থিত ভল্লুক, ও अनाना ඥාকাও২ জীব সকল বৰ্ত্তমান ছিল। এই | সকল জন্তু এক্ষণে পৃথিবী হইতে এক তাহারাই ইউরোপের অমেক দেশের অধিকারী ছিল। মনুষ্য তাহদের ভয়ে