পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ਕ਼ਨ਼` ‘ - .-- )ভাঃ, త* ९ t بهfه بerr و ) শিবজি | ২১৯ } SMMACMMACCCAggSAAAAASA SAAAASMMA AMSMAS AgCCCMAAASAAAA AAAASASASS भिबक्रिश्न भाडा बिछिबाहे- हाकवि যাদবরাও দেশমুথের + কন্যা। লক্ষজি আহম্মদনগরাধিপতির নিকটে দশ সহস্ৰ অশ্বারোহী প্রতিপালনের নিমিত্ত বিস্তীর্ণ জায়গির পাইয়াছিলেন। কথিত আছে যে র্তাহার পূৰ্ব্বপুরুষগণ দেবগিরির রাজাসনে আসীন ছিলেন। শকাব্দ। ষোড়শ শতাব্দীর প্রারম্ভে যাদবের মহারাষ্ট্রীয় দিগের মধ্যে সৰ্ব্বাপেক্ষা সন্ত্রান্ত ও পরা | ক্রান্ত বলিয়া গণ্য হইত । 级 শিবজির পিতামহ মল্লজি ১৪৯৯ শকে লক্ষজির অনুগ্রহে নিজামসাহী রাজ্যের একটি সামান্য অশ্বারোহীদলের অধ্যক্ষতা প্রাপ্ত হন । ক্রমে তাহার খ্যাতি ও ক্ষমতা বৃদ্ধি হইতে লাগিল । ১৫১৬ শকে র্তাহার একটি পুত্রসস্তান জন্মিল । আহম্মদনগরস্থ সাহ সরিফ নামক পীরের প্রার্থনায় পুত্ৰকামনা সিদ্ধ হইয়াছে ভাবিয়া, সস্তানের নাম সাহজি রাখিলেন। সাহুজির বয়স পাঁচ বৎসর হইলে একদা মল্লজি তাহাকে সঙ্গে করিয়া দোলযাত্রার উপলক্ষে যাদবরাও দশমুখের আলয়ে গমন করিলেন । লক্ষজি সাহজির সৌন্দৰ্য্য ও প্রফুল্লত। সন্দর্শনে গ্রীত হইয় তাহাকে আহলাদ সহ কারে নিকটে ডাকিলেন এবং আপনার তিন চারিধর্ষবয়স্ক নন্দিনী জিজি বাইর পাশ্বে , মহারাষ্টীয় ভাষায় বাই সন্ত্রান্ত স্ত্রীলোক দিগের উপাধি ।

িদেশমুখ শব্দে দেশপ্রধান, দেশাধ । কারী বা জমীদার বুঝায়।

বসাইলেন । বালক বালিকা আমোদে - খেলা করিতে লাগিল, দেখিয়া সানন্দ । হৃদয়ে যাদবরাও পরিহাসচ্ছলে দুহিতাকে - বলিলেন “দেখ তোমার কেমন ধর । আসিয়াছে ;” এবং সভার প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, “ ইহাদিগের বিবাহ হইলে কেমন সাজে ” এই সময়ে । ভৌগলা কুমার এবং যাদব কুমারী পর- ; স্পরের প্রতি আবির নিক্ষেপ করাতে, ' সভায় হাসি উঠিল । এই হাস্যরতঙ্গ মধ্যে মল্লজি উঠিয়া বলিলেন, “সকলের । যেন স্মরণ থাকে, লক্ষজি আমার পুলকে । কন্যাদান করিতে অঙ্গীকার-বদ্ধ হই- ' লেন।” ইহাতে কেহ কেহ সম্মতি প্রদান করিল; কিন্তু যাদবরাও বিস্মিত এবং অবাক হইয়া রছিলেন । পরদিন লঙ্কজি মল্লজিকে নিমন্ত্ৰণ করিলে, মল্লজি | বলিয়া পাঠাইলেন, “ যাদবরাও আমার । পুলকে জামাতা বলিয়া গ্রহণ না করিলে আমি তাহার নিমন্ত্রণে যাইব না ।” রাদবরাও শুনিয়া সম্মত হইলেন ন!, ' বরং ক্রুদ্ধ হইলেন । কেন ন হইবেন ? তাহার প্রসাদেই মল্লজির সাংসারিক । উন্নতি। আর যে বংশে মল্লজি জন্সিয়া | ছিলেন, সে বংশ কি দেবগিরির রাজকু | লের তুল্য? উত্তরকালীন মহারাষ্ট্রীয় পুরাবৃত্তলেখকগণ যে ভোঁসলা বংশকে চিতোরের “হিন্দুস্বৰ্য্য” কুল সমুদ্ভূত বলিয়াছেন, | যে কোন কারণেই হউক যাদবরাও সে বংশের ঈদৃশ মহত্ব জানিতেন না। : লক্ষজির অসম্মতি দেখয়াও মল্লজি ।