পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* | l চৈতন্য ૨ BR) চৈতন্যের জন্মকালে চন্দ্রগ্রহণ হইয়াছিল সুতরাং ভারতের চিরপ্রসিদ্ধ প্রথা মুযায়ী জনসাধারণ হরিনাম কীৰ্ত্তন, ও হরি হরি! ধ্বনি ও নানারূপ দানধৰ্ম্ম ও জপ তপ অনুষ্ঠান করিয়াছিল। যদিও এই সকল অমুষ্ঠান অন্য কারণে হইয়া ছিল, শিশুর আত্মীয়গণ মনে করিল এরূপ পবিত্র সময়ে যে জন্মগ্রহণ করিয়াছে, সে অবশ্য কোন শাপভ্রষ্ট মহা পুরুষ হইবেক । কালে হয় ত ইহাও চৈতন্তের জীবনকে বিশেষরূপে প্রোৎসাহিত করিয়াছিল । বস্তুতঃ দশ জনে একজন লোকের সুখ্যাতি করিলে, র্তাহার প্রশং বলা মনুষ্যের প্রকৃতিসিদ্ধ। অনেক স্থলে প্রশংসিত লোক বস্তুতঃ সে সকল গুণ জীবনে পরিণত করেন। সুতরাং চৈতন্য কালে বয়ঃপ্রাপ্ত হইলে লোক মুখে এই সকল বিষয় শ্রবণ করিয়া তাহার সার্থকতার জন্য যত্নশীল হইয়া ছিলেন তাহাতে বিচিত্র কি ? পক্ষান্তরে যাদৃশী ভাবনা যস্য, সিদ্ধিৰ্ভবতি তাদৃশী। একান্ত হৃদয়ে যত্ন করিতে করিতে যথা র্থই মানবসমাজে একজন মহাপুরুষ | চৈতন্যের বাল্যাবস্থা ঘটিত বিস্তর অলেী বলিয়া পরিচিত হইয়াছিলেন তাহাতেই বা আশ্চৰ্য্য কি ? ' -- অতি প্রাচীনকাল হইতেই, জীবনচরিত লেখকগণ আলোচ্য ব্যক্তির ਬਾਬ মৃত্যু, বাল্যাবস্থা প্রভৃতি ঘটিত নানা রূপ অলৌকিক ঘটনা বর্ণন করিয়া গিয়াছেন।

  • ూత==ఙః

হইয়াছিলেন । চৈতন্যের জীবনচরিত লেখক বৃন্দাবন দাস ঠাকুর ও কৃষ্ণদাস কবিরাজও এই ৷ চিরন্তন পদ্ধতি অতিক্রম করিয়া চলেন নাই। চৈতন্যকে তাহার মাতা ত্রয়ো | দশমাস গর্ভে ধারণ করিয়াছিলেন। । চৈতন্য ভূমিষ্ঠ হইবার সময় হরি বলি নারীগণ দেয় হুলাহুলি । স্বর্গে বাদ্য মৃত্য করে দেব কুতূহলী ৷ প্রসন্ন হইল দশদিকৃ নদীজল । স্থাবর জঙ্গম * হৈল আনন্দে বিহবল ৷ চৈতন্য চরিতামৃত। কথিত আছে শৈশবাবস্থায় চৈতন্যের - হস্তপদে ধ্বজবজ্রাঙ্কুশ চিহ্ন ছিল। এই সিতগুণ থাক বা না থাক, অন্ততঃ } - সকল চিহ্ন মহাপুরুষের লক্ষণ । প্রশংসাকারীদিগের সম্মুখে ভাল করিয়া বৈষ্ণবগণ তাহ দেখিয়া বড় আনন্দিত অদ্বৈতাচার্য্যের গৃহিণী লক্ষ্মীদেবী নবদ্বীপে আসিয়। এরূপ সুলক্ষণাক্রান্ত শিশু দর্শন করিয়া পরমা নন্দিত হইলেন এবং দীন দুঃখীদিগকে বিস্তর অর্থদান করিলেন। লক্ষ্মীদেবী শিশুর নাম নিমাই রাখিলেন। ডাকি নীর হস্তহইতে শিশুর প্রাণরক্ষার নিমিত্ত এইরূপ কুৎসিত নাম রাখা হইয়াছিল। বৃন্দাবন দাস ও কৃষ্ণদাস কবিরাজ

  • কালিদাসকৃত কুমারসম্ভব কাব্য হইতে এই ভাব লওয়া ।

+অদ্যাপি অস্মদেশীয় অনেক স্ত্রীলোক । মৃত বৎসার সস্তানের এইরূপ শ্রুতিকটু নাম রাখেন । --- also 한