રક્ત 8 শৈশব সহচরী। (৭৮-শন আশ্বি, ১২৮ • । কেন” বলিতেই খিড়কি দ্বার খুলিয়াদিল । | কুমুদিনী অতি দ্রুত গৃহপ্ৰবেশ করিয়া বলিলেন,“বিধু শীঘ্র আয়,স্বর্ণ কোথায়?” বিধু। দিদি কি হয়েছে ? কুমু। “বলুচি, তুই শীঘ্র স্বর্ণ কোথা দেখাবি আয়।” দুই জনে অতি দ্রুত চলিলেন। বিধু খিড়কি দ্বার রুদ্ধ করিতে ভুলিয়া গেল, কিঞ্চিৎ দূরে স্বর্ণ প্রভার সহিত সাক্ষাৎ হইল। কুমুদিনী স্বর্ণ কানে২ কি বলিলেন। স্বর্ণপ্রভা ওম কি হবে বলিয়া, চীৎকার করিয়া কঁাদিতেই রজনীকান্তের নিকট গিয়া তাহার হস্ত ধরিয়া টানিতে লাগিলেন এবং বলিতে লাগিলেন,“পলাও,ওগো পলাও।” রজনী বিস্মৃত হইয়া স্বর্ণের মুখপ্রতি চাহিয়া জিজ্ঞাসা করিলেন “ পলাইব কেন,কি হইয়াছে?” স্বর্ণপ্রভা তাহার গলা ধরিয়া কঁাদিতেই বলিলেন, “ তোমার খুন করিতে g আসিতেছে—” র। কে ? স্ব । তোমার শত্রু । র । রতিকান্ত ? স্ব। হ্যা । র। তা ভয় কি, আস্থক না কেন । স্ব। সে অনেক লোক নিয়ে আসি | য়াছে, ওগো পলাও । व्र । क्लि ! ইত্যবসরে উভয়েই রমণীকণ্ঠনিঃস্থত চীৎকার অতি নিকটে শুনিতে পাইলেন। প্রভাকে ক্রোড়ে লইয়া মুখচুম্বন করিয়া রজনী স্বর্ণপ্রভার নিষেধ না শুনিয়া সেই দিকে আসিয়া দেখিলেন, যে দুইটি স্ত্রী- , লোক অচেতনপ্রায় প্রাঙ্গণে পতিত রহিয়াছে, এবং প্রাঙ্গণের দ্বার দিয়া অসংখ্য দস্থ্য একে একে প্রবেশ করিতেছে । । যৌবন কালের উষ্ণ শোণিতের দুৰ্দ্দমনীয় বেগ প্রযুক্ত রজনীকান্ত নিকটস্থ দ্বার । হইতে একটি অর্গল লইয়া পতঙ্গবৎ সেই | অগ্নিতুল্য দস্থ্যদলের মধ্যে ঝাপ দিয়া প্রথম ব্যক্তিকে ভূমিশায়ী করিলেন । । তৎপরে তিন চারিজন দস্থ্য কর্তৃক বেষ্টিত হইয়া অনেকক্ষণ আত্মরক্ষা করিতে লাগিলেন । কিন্তু বর্ষাকালে প্রাঙ্গণ পিচ্ছিল হওয়াতে যেমন পদস্থলিত । হইয়া ভূপতিত হইলেন অমনি এক জন দস্থ্য অসি নিস্কোষিত করিয়া তাহাকে অঘিাত করিল । কিন্তু আসি তাহার অঙ্গ । স্পর্শও করিল না, চকিতের ন্যায় পশ্চাৎ হইতে একটি স্ত্রীলোক আসিয়া রজনী, কাস্তের দেহ আবরণ করিয়া আপনার অঙ্গে সেই অসির আঘাত গ্রহণ করিল, । অমনি রজনী চীৎকার করিয়া বলিল “স্বর্ণ কি করিলি, আপনাকে নষ্ট করিলি।” অভাগিনী স্বর্ণ“এ খনও শীঘ্ৰ পলাও," | এই কথা বলিতে ২ আর কথা কহিতে । পারিল না। পাষণ্ড দস্থ্য এই ঘটনা দর্শন করিয়া কিয়ৎক্ষণ স্তম্ভিত হইয় ছিল, ' ভৎপরে যখন পুনরায় রজনীকে আঘাত অভিপ্রায়ে আসি উত্তোলন করিল। তখনি পশ্চাৎ হইতে দস্থ্যগণের মধ্যে | ভীষণ চীৎকার শুনিতে পাইয়া সেইদিকে । চাহিয়া দেখিল, বহুসংখ্যক পুলিষ কৰ্ম্ম ।
পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২৯২
অবয়ব