পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--T-z----- - --- --- - - - नजम•fन কtঃ, ১২৮ ২ 1) দ্বিতীয় পরিচ্ছেদ । আমি অমরনাথকে জিজ্ঞাসা করিলাম, | « রজনী কোথায়?” এটি যেন দুৰ্ম্ম করিয়া কামান দাগিলাম। অমরনাথ বিত্রস্ত হইল। জিজ্ঞাসা করিলাম, " কথা কও না যে ?” অমর। এ কথা জিজ্ঞাসা কর কেন ? আমি। রজনীর সঙ্গে জানা শুনাছিল, তাহাকে ভাল বাসিতাম—না জিজ্ঞাসা করিব কেন? অমর। স্ত্রী স্বামীর ঘরে থাকে, ইহা লোকপ্রসিদ্ধ—সে কোথায় এ কথা জি জ্ঞাসা কেন ? আমি । রজনী তোমার ঘরে নাই, ইহা আমার কাছে বিশেষপ্রসিদ্ধ; কাল লোকের দ্বার খবর আনিয়াছি, এজন্য জিজ্ঞাসা করি । অমর। তবে সে স্থানান্তরে গিয়াছে। আমি । কোথায় সে স্থানান্তর ? অমর। আমি যদি না বলি ? আমি । আমি যদি সকল কথা বলি ? অমর। তাহা হইলে আমার অনিষ্ট হইবে। তুমি এতদিন আমার যে অনিষ্ট কর নাই, এখন যে তাহা করিবে ইহা সঙ্গত বোধ হয় না। তুমি আমাকে কেবল ভয় দেখাইতেছ, ইহা বুঝিয়াছি। আমি। এখন তুমি আমার অনিষ্ট ைை রজনী । করিতেছ, আমি তোমার অনিষ্ট না করিব কেন ? অমরনাথ চমকিয়া উঠিল—“ তোমার অনিষ্ট আফুি কখন স্বপ্নেও কামনা করি না । তবে রজনীর বিষয়োদ্ধারের কথা যদি বল—” আমি হাসিলাম। অমরনাথ বলিল, । “ তা জানি। সে অনিষ্টের জন্য তোমাদিগের রাগ নাই। তবে তোমার কি অনিষ্ট ?” আমি । আমার পুত্রের অনিষ্ট । অ । শচীন্দ্র বাবুর ? বিষয়ক্ষতি ভিন্ন আর কি অনিষ্ট করিয়াছি ? আমি । যদি তুমি মনোযোগ দিয়া সকল কথা শুন, তবে আমি বিশেষ বৃত্তান্ত বলি । অ । এক্ষণে আহারে আমার বিশেষ । মনোযোগ । অামি । আমি যাহা বলিব তাঁহাতে । তোমার অtহার বন্ধ হইয়া যাইবে । অ। এমন কথা কেন এখন বলিবে? ! নিমন্ত্রণ করিয়া আনিয়া আহারের বিঘ্ন করা অন্যায় কাজ হয় । অমরনাথকে ব্যঙ্গপরায়ণ দেখিয়া আমি ক্রুদ্ধ হইলাম। বলিলাম, “ আমিও রহস্য জানি। একটি রহস্যের কথা -व- w**, , =వE يصحكس.