পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

न श्र **ग, काँ: »२४ २ ॥ তুলেছে—দেখা দেখি বসুমতী T ঢেউ মালায় শকটের উণ্ট দিকে মৃত্তরঙ্গে দেশ ছুটায় ॥ (e) রৌদ্রের—তীয় প্রভায়, প্রভাতৃ কুসুম দেখ শুকায় ৷ 竜5マ『Q পলাশির যুদ্ধ। \○)。 বসিয়ে-দ্বারদেশে রৌদ্র সাপে । দিনের কায, তোর অপেক্ষায়, নীরবে—দলে দলে দিনের সাথে দিনের কার্য তোর অপেক্ষায়, উঠ উঠ দিন ফুরায় । oath فہمSy: পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ ঐতিহাসিক বৃত্তান্ত । | ཧྥ་ཐ་ পলাশির যুদ্ধ অনৈতিহাসিক বৃত্তান্ত। কেন না ইহার প্রকৃত ইতিহাস লিখিত হয় নাই। সুতরাং কাব্যকারের ইহাতে বিশেষ অধিকার । এই জন্যই বোধ হয়,মেকলে ক্লাইবের জীবনচরিত নামক উপন্যাস লিখিয়াছিলেন ।* যাহা হউক

  • আমরা এরূপ ব্যঙ্গ করিতে বড় ভয় } পাই। সময়ে২ এরূপ ব্যঙ্গ করিয়া,আ

মর বড় অপ্রতিভ হই । এদেশীয় পাঠ কেরা সচরাচর, পিতৃ মাতৃ, উচ্চারণ করিয়া অথবা মূখ, পাপিষ্ঠ, নরাধম বলিয়া কাহাকে গালি দিলে, বুঝিতে পারেন যে একটা রহস্য হইল বটে, তদ্ভিন্ন অন্য কোন প্রকারে যে ব্যঙ্গ হইতে পারে, ইহা আমরা সকলে বড় বুঝিতে পারি না , যে সকল ইংরেজ { সমালোচক, যাহা কিছু আর্য সাহিত্যে | আর্য্য দর্শনে, আর্য্য ভাস্কর্য্যে, বা আর্য্য বিজ্ঞানে উৎকৃষ্ট দেখেন, তাহাই ইউ মেকলের সঙ্গে আমাদের এক্ষণে কাৰ্য্য নাই ; নবীন বাবুর গ্রন্থের কথা বলি । রোপ হইতে নীত মনে করেন, তাহাদিগকে ব্যঙ্গ করিবার জন্য, এবং যে সকল দেশী সমালোচক যেখানে সাদৃশ্য দেখেন, সেইখানে চুরি মনে করেন, র্তাহাদিগকে ব্যঙ্গ করিবার জন্য, আমরা সেবার লিখিয়াছিলাম, যে শকুন্তল৷ মিরন্দার যেখানে সাদৃশ্য আছে, সেখানে অবশ্য সেক্ষপীয়র হইতে কালিদাস চুরি করিয়াছেন । ইহা পাঠ করিয়া অনেকেষ্ট ব্যতিব্যস্ত! কি সৰ্ব্বনাশ! কালিদাস সেক্ষপীয়রের পরবর্তী! আর এক খানি গ্রন্থ সমালোচনা কালে, লেখক বেসকল পচা পুরাতন চৰ্ব্বিত চৰ্ব্বিত পুনশ্চৰ্ব্বিত তত্ত্ব লিখিয়াছিলেন, তাহার দুই একটি । উদাহরণ উদ্ধৃত করিয়া, অতিশয় অভিনব বলিয়া পাঠককে উপঢৌকন দিয়াছিলাম। পড়িয়া লেখক বিযাদসাগরে নিমগ্ন হইয়া, রোদন করিয়া বলিলেন,

  • আমার লিখিত বিষয় সকলের নবীনত্ব !
  • পলাশির যুদ্ধ । (কাব্য) শ্ৰীনবীন চন্দ্র সেন প্রণীত। কলিকাতা । নুতন

ভারত যন্ত্র । ১২৮১ । | |