পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৩২ শ্রীরামপুরে, বা নিকটবৰ্ত্তী কোনস্থানে রুক্মিণীকুমার রায়, কেহ আছে, এমত কোন সন্ধান পাইল না । নোটখানি তাহারা ভাঙ্গাইল না—তুলিয়া রাখিল— তাহারা দরিদ্র, কিন্তু লোভী নহে । SR রাধারণীর মত। পথ্য করিলেন বটে, কিন্তু সে রোগহষ্টতে যুক্তি পাওয়া, তাহার অদৃষ্টে ছিল না । ধনী ছিলেন, এখন অতি দুঃখিনী হুইয়াছিলেন ; এই শারীরিক এবং মানসিক দ্বিবিধ কষ্ট, তাহার সহ্য হইল না। রোগ তিনি অতিশয় ক্রমে বুদ্ধি পাইয়া, তাহার শেষকাল উপস্থিত হইল । এমত সময়ে, বিলাত হইতে সম্বাদ আসিল যে প্রিবি কেন্সিলের আপীলে র্তাছার পক্ষে নিপত্তি পাইয়াছে ; তিনি আপন সম্পত্তি পুনঃপ্রাপ্ত হইবেন, ওয়াশিলাতের টাকা ফেরৎ পাইবেন, এবং পাইবেন । তিন আদালতের পরচা কামাখ্যানাগ বাবু তাছার পক্ষে হাই কোটে উকীল ছিলেন, তিনি স্বয়ং এক্ট। সম্বাদ লইয়া রাধারাণীর মাতার কুটীরে উপস্থিত হইলেন । রুগ্নার অবিরল নয়নাশ্র পড়িতে লাগিল । তিনি নরনাশ্র সম্বরণ করিয়া কামাখ্যা বাবুকে বলিলেন,“যে প্রদীপ নিবিয়াছে, তাহাতে তেল দিলে কি হইবে ? অাপ নার এ সুসস্বাদেও আমার আর প্রাণরক্ষণ হইবে না । আমার আয়ুঃশেষ হইয়াছে । রাধারাণী । সুসস্বাদ শুনিয়া, । (નન જ જંગ কা: ১ - ৮২ | তবে আমার এই মুখ, যে রাধারাণী আর অনাহারে প্রাণ ত্যাগ করিবে না । তাই বা কে জানে ? সে বালিকা,তাহার এ সম্পত্তি কে রক্ষা করিবে ? কেবল আপনিই ভরসা। আপনি, আমার এই অন্তিম কালে আমারে একটি ভিক্ষা দিউল —নহিলে আর কাহার কাছে চাহিব ?” কামাপ্যাবাবু অতি ভদ্র লোক । এবং তিনি রাধারাণীর পিতার বন্ধু ছিলেন। । রাধারাণীর মাতা দুর্দশাগ্ৰস্ত হইলে, তিনি রাধারাণীর মাতাকে বলিয়াছিলেন, যে যতদিন ন আপীল নিম্পত্তি পায়, অন্ততঃ ততদিন তোমরা আসিয়া আমার গৃহে অবস্থান কর,আমি আপনার মাতার মত তোমাকে রাখিব । রাধারাণীর মাত৷ তাহাতে অস্বীকৃত হইয়াছিলেন । পরিশেষে কামাখ্যাবাবু কিছু কিছু মাসিক সাহায্য করিতে চাহিলেম । “ আমার এখনও কিছু হাতে আছে—তাiবশ্যক হইলে চাহিয়া লইব ।” এইরূপ মিথ্য। কথা বলিয়। রাধারণীর মাতা সে সাহয্য গ্রহণে অস্বীকৃত হইয়াছিলেন। রুক্মিণী কুমারের দান গ্রহন, তাহাদিগের প্রথম ও শেষ দান গ্রহন । কামাখ্যা বাবু এতদিন বুঝিতে পারেন নাই,যে তাহার এরূপ দুৰ্দ্দশাগ্রস্ত হইয়া দশা দেখিয়া, কামাখ্যা বাৰু | অত্যস্ত কাতর হইলেন । আবার রাধা- | রাণীর মাতা, যুক্ত করে তাহার কাছে ভিক্ষ চাহিতেছেন, দেখিয়া আরও কাতর হইলেন । বলিলেন, - * ـبـبـمیر چ ড়েন ।