পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

----- --------------------- - - - - - - - --- - - - -نجيبييg= i | ৰঙ্গ ণ শগ, *3 > >brペ 1) রাধীরাণী । ○8> হইল, যে যদি এই রাধারাণী আমার সেই রাধারাণী হয়!” “ তোমার রাধীরাণী!” রাধারাণী ভূল ধরিয়া হাসিল । হুঁ, গা, না হেসে কি থাকা যায় গা ? তোমরা আমার রাধারণীর নিন্দ করিও नi । রুক্মিণীকুমারও মনে ছল ধরিল— “তুমি হইয়াছি—আপনি নই।” প্র কাশ্যে বলিল, “ আমারই রাধারাণী । আমি একরাত্রি মাত্র তাহাকে দেখিয়া— দেখিয়াছিই বা কেমন করিয়া বলি—এই আট বৎসরেও তাহাকে ভুলি নাই । আমারই রাধারাণী।” রাধারাণী বলিল, “ হোক, আপনারই রাধারাণী ।” রুক্মিণী বলিতে লাগিলেন, “ সেই ক্ষুদ্র আশায় আমি কামাখ্যাবাবুর জ্যেষ্ঠ পুত্রকে জিজ্ঞাসা করিলাম, রাধারাণী কে? কামাখ্যা বাবুর পুত্র সবিস্তারে পরিচয় দিতে বোধ হয় অনিচ্ছুক ছিলেন, কেবল বলিলেন, “আমাদিগের কোন আত্মীয়ার কন্যা । যেখানে তাহাকে অনিচ্ছুক দেখিলাম, সেখানে আর অধিক পীড়াপীড়ি করিলাম না, কেবল জিজ্ঞাসা করিলাম, রাধারাণী কেন রুক্মিণীকুমারের সন্ধান করিয়াছিলেন শুনিতে পাই কি ? যদি প্রয়োজন হয়, ত বোধ করি, আমি কিছু সন্ধান দিতে পারি। আমি এই কথা বলিলে, তিনি বলিলেন, ‘কেন ബ് রাধারণী রুক্মিণীকুমারকে খুজিয়াছি- , লেন, তাহা অামি সবিশেষ জানি না ; আমার পিতৃঠাকুর জানিতেন ; বোধ করি আমার ভগিনীও জানিতে পারেন । যেখানে তাiপনি সন্ধান দিতে পারেন বলিতেছেন, সেখানে আমার ভগিনীকে জিজ্ঞাসা করিয়া আসিতে হইতেছে ।” এই বলিয়া তিনি উঠিলেন। প্রত্যাগমন করিয়া তিনি আমাকে যে পত্র দিলেন, সে পত্র আপনাকে দিয়াছি । তিনি আমাকে সেই পত্ৰ দিয়া বলিলেন, আমার ভগিনী সবিশেষ কিছু ভাঙ্গিয়া চুরিয়া বলিলেন না, কেবল এই পত্র দিলেন, আর বলিলেন, যে “ এই পত্র লইয়া তাহাকে স্বয়ং রাধারাণীর কাছে যাইতে বলুন। স্বয়ং রাধারাণী সন্ধান দিবেন ও লইবেন । আমি সেই পত্র লইয়া আপনার কাছে আসিয়াছি। কোন অপরাধ করিয়াছি কি ?” রাধারাণী বলিল, “করিয়াছেন। তাহা পশ্চাৎ বলিব কি ? এক্ষণে ইহাই বলি, যে আপনি মহাভ্রমে পতিত হইয়াই এখানে আসিয়াছেন । আপনার রাধারাণী কে তাহ আমি চিনি না । সে রাধারণীর কথা কি, শুনিলে বলিতে পারি অমা হইতে তাহার কোন সন্ধান । পাওয়া যাইবে কি না ?” - রুক্মিণী সেই রথের কথা সবিস্তারে বলিলেন কেবল নিজ দত্ত অর্থ বস্ত্রের কথা কিছু বলিলেন না। রাধারাণী বলিলেন, ।