পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

यत्रत्रि-*म ख्रः, sss २ ।) জাকজাতি । ইহারাই উপবীত ধারণ করে। শূদ্র অনাৰ্য্য জাতি । যেখানে দেখিতেছি, বাঙ্গালীয় ক্ষত্ৰিয় আইসে নাই, বৈশুগণ কদাচিৎ বাণিজ্যৰ্থ আসিয়াছিল, এবং ব্রাহ্মণ ও একাদশ শতাব্দীতে অতিবিরল, তখন বলা যাইতে পারে যে এই বাঙ্গালা, নয়শত বৎসর পূৰ্ব্বে আর্য্যভূমি ছিল না, অনার্যাভূমি ছিল, এবং এক্ষণে ভারতবর্ষের সঙ্গে ইংরেজদিগের যে সম্বন্ধ বাঙ্গালীর সহিত আৰ্য্যদিগের সেই সম্বন্ধ ছিল । এক্ষণে দেখা যাউক, কতকাল হইল বাঙ্গালীয় প্রথম ব্রাহ্মণ আসিয়াছিলেন । তজ্জন্য আদিশূর ও বল্লালসেনে যে কত বৎসরের ব্যবধান, তাহ দেখা আবশ্বক। আদিশূর যে পঞ্চ ব্রাহ্মণকে কাণ্যকুব্জ হইতে আনয়ন করেন, তাহাদিগের বংশসস্তৃত কয়েক ব্যক্তিকে বল্লালসেন কেী লীন্য প্রদান করেন । প্রবাদ আছে যে বল্লালসেন, আদিশূরের অব্যবহিত পরবৰ্ত্তী রাজা। কিন্তু এ কিম্বদণ্ডী যে অমৃলক, এবং সত্যের বিরোধী, ইছা বাবুরা জেন্দ্রলাল মিত্র, পূৰ্ব্বেই সপ্রমাণীকৃত করিয়াছেন। এক্ষণে পণ্ডিত লালমোহন বিদ্যানিধি, তাহ পুনঃ প্রমাণিত করিয়াছেন। ঐ পঞ্চ ব্ৰাহ্মণের মধ্যে একজন শ্ৰীহর্ষ। তিনি মুখোপাধ্যায়দিগের আদিপুরুষ । বল্লালসেন তাহার বংশে উৎসাহকে কোলীন্য প্রদান করেন। উৎসাহ শ্ৰীহৰ্ষ হইতে ত্রয়োদশ পুরুষ। * আদিশূরের পঞ্চ

  • (১)শ্ৰীহৰ্ষ, (২)শ্ৰীগৰ্ভ, (৩) শ্ৰীনিবাস,

বঙ্গে ব্রাহ্মণাধিকার । ধাধু (৮)জলাশয়, (৯)বানেশ্বর (১)গুহ, | (৪)আরব, (৫)ত্রিবিক্রম, (৬)কাক, (৭) వి ( (t ব্ৰাহ্মণের মধ্যে দক্ষ এক জন । দক্ষ চট্টোপাধ্যায়দিগের আদি পুরুষ তাহার ংশোদ্ভূত বহুরূপকে বল্লালসেন কৌ লীন্য প্রদান করেন । বহুরূপ দক্ষ হইতে অষ্টম পুরুষ । + ভট্টনারায়ণ, ঐ পঞ্চ ব্ৰাহ্মণের একজন । বল্লালসেন তদ্বংশীয় মহেশ্বরকে কৌলীন্য প্রদান করেন। মহেশ্বর ভট্টনারায়ণ হইতে দশম পুরুষ । ইত্যাদি। আদিশূর যাহাদিগকে কাণ্যকুক্ত হইতে আনিয়াছিলেন, বল্লাল র্তাহার পরবর্তী । রাজা হইলে কখন তাহাদিগের অষ্টম, দশম বা ত্রয়োদশ পুরুষ দেখিতে পাইতেন না। বিদ্যানিধি মহাশয় বলেন, বীরেন্দ্র দিগের কুলশাস্ত্রে লিখিত আছে যে, বল্লাল আদিশূরের দৌহিত্র হইতে অধস্তন সপ্তম পুরুষ । ইহাই সস্তব ; ক্ষিতীশবংশাবলীতে লিখিত আছে ; যে ৯৯৯ অব্দে আদিশূর পঞ্চ ব্রাহ্মণকে অনিয়ন করেন । বিদ্যানিধি মহাশয় বলেন, যে এই অব শকাব্দ নহে, সস্বৎ। কিন্তু সম্বতের সঙ্গে খৃষ্টাব্দের { হিসাব করিতে গিয়া তিনি একটি বিষম | ভ্ৰমে পতিত হইয়াছেন । তিনি লে থেন--- “আদিশূর খৃঃ দশম শতাব্দীর শেষভাগে রাজ্যাধিকার প্রাপ্ত হন ; এবং খু: | (১১)মাধব,(১২)কোলাহল, (১৩) উৎসাহ । + (১)দক্ষ (২)মুসেন, (৩)মহাদেব,(৪) হলধর, (৫)কৃষ্ণদেব, (৬)বরাহ, (৭(শ্ৰীধর, (৮)বহুরূপ -